ধর্মতলায় শাহী সমাবেশে থাকছে ‘ড্রপ বক্স’, বাম- ডান সবাইকে ‘আমন্ত্রণ’ বঙ্গ বিজেপির
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
ইতিমধ্যেই রাজ্য বিজেপির পক্ষ থেকে আগামী বুধবারের সমাবেশকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু করা হয়েছে। যেখানে ড্রপ বক্সের কথাও আনা হচ্ছে প্রচারে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিজেপির ধর্মতলার সমাবেশে থাকবে একাধিক ‘ড্রপ বক্স’। যে ড্রপ বক্সে ২৯ নভেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার সমাবেশে আসা ‘বঞ্চিত’ মানুষজন তারা কেন্দ্রের কোন প্রকল্প থেকে বঞ্চিত, সেই অভিযোগ পত্র ওই ড্রপ বক্সে জমা দিতে পারবেন। ইতিমধ্যেই রাজ্য বিজেপির পক্ষ থেকে আগামী বুধবারের সমাবেশকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু করা হয়েছে। যেখানে ড্রপ বক্সের কথাও আনা হচ্ছে প্রচারে।
বছর ঘুরলেই চব্বিশে দিল্লির মসনদ দখলের লড়াই। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে কলকাতার মেগা রাজনৈতিক কর্মসূচি উপলক্ষ্যে জেলায় জেলায় নানাভাবে প্রচার ও সভা তো চলছেই। এবার ড্রপ বক্স ভাবনা বঙ্গ বিজেপির। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বুধবার আমাদের ধর্মতলার সভা মঞ্চের আশপাশে বেশ কিছু ড্রপ বক্স রাখা হবে। আমরা তৃণমূল সিপিআইএম, নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ-সহ বাংলার সব স্তরের রাজনৈতিক কর্মী সমর্থক ও আম জনতার কাছে আবেদন করছি যে, সমস্ত রাজনৈতিক দলের সমর্থক হওয়া বঞ্চিত মানুষজন সেদিন ধর্মতলা এসে তারা কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প থেকে বঞ্চিত, তা বিস্তারিত উল্লেখ করে ওই ড্রপ বক্সে তাদের অভিযোগ জমা দিন। কেন না আমরা চাই রাজ্যের প্রতিটি প্রান্তিক এলাকার মানুষজন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ থেকে যেন বঞ্চিত না হন।’’
advertisement
advertisement
বঙ্গ পদ্ম শিবির বারবারই বলে, ‘‘তৃণমূল ঘনিষ্ঠ কিংবা কাটমানির মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ দেওয়া হয়েছে। যোগ্যদের বাদ দিয়ে অযোগ্য উপভোক্তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেসের নেতা- মন্ত্রীরা।’’ এক কথায় কেন্দ্রের কোটি কোটি টাকা লুঠ করেছে বলেও অভিযোগে সুর চড়ায় গেরুয়া ব্রিগেড। আর এবার লোকসভা ভোটের আগে বাংলার ‘বঞ্চিত’দের হাতিয়ার করে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘কলকাতা চলো’ কর্মসূচিকে সামনে রেখে ২৯ নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শাহী সমাবেশের মাধ্যমে আসলে বঙ্গ পদ্ম শিবির বাংলার প্রান্তিক মানুষের মন পেতে চাইছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Nov 27, 2023 11:14 AM IST










