Amit Shah: পাখির চোখ চব্বিশের ভোট, ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ

Last Updated:

অমিত শাহ ২৮ জানুয়ারি রবিবার রাতে আসবেন কলকাতায়। ২৯ তারিখ পূর্ব মেদিনীপুরের মেচেদায় সভা করবেন শাহ।

পাখির চোখ চব্বিশের ভোট, ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ
পাখির চোখ চব্বিশের ভোট, ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পাখির চোখ চব্বিশের ভোট। ফের বঙ্গ সফরে অমিত শাহ।
২৮ জানুয়ারি রবিবার রাতে আসবেন কলকাতায়। ২৯ তারিখ পূর্ব মেদিনীপুরের মেচেদায় সভা করবেন শাহ। এরপর সায়েন্স সিটিতে দলীয় সভা। সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিউটাউনের হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন রাজ্য নেতাদের সাথে। সোমবার রাতেই ফিরে যাওয়ার কথা শাহর। আগেই বঙ্গ শহরে এসে ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি। এবার লোকসভা ভোটের প্রচারের ময়দানে প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলা দিয়ে সভা করে সফর শুরু করতে চলেছেন অমিত শাহ।
advertisement
advertisement
বিজেপি সূত্রের খবর, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় পর্যায়ক্রমে সভা করবেন অমিত শাহ। অমিত শাহর বঙ্গ সফরসূচি চূড়ান্ত হতেই জোর তৎপরতা শুরু হয়েছে রাজ্য বিজেপি শিবিরে। পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুক এই দুটি লোকসভা কেন্দ্রের সাংসদ যথাক্রমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী।
advertisement
যদিও তৃণমূলের টিকিটে গত লোকসভা ভোটে শিশির অধিকারী কিম্বা দিব্যেন্দু অধিকারী জিতলেও শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখন আর তাদের কোনও সম্পর্ক নেই। পূর্ব মেদিনীপুরের সেই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেচেদায় অমিত শাহর চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথমবার সভা করা যথেষ্টই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah: পাখির চোখ চব্বিশের ভোট, ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement