AITMC: ১ কোটি টাকা খরচ করতে হবে...হোয়াটসঅ্যাপ গ্রুপে গেল নির্দেশিকা! জানেন কোন নির্দেশ দিল তৃণমূল?

Last Updated:

সাংসদ-বিধায়ক সহ জনপ্রতিনিধিদের বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি। তিনি সাংসদ-বিধায়ক এবং সভাধিপতিদের জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের বঞ্চনা, এসআইআর নিয়ে আরও বেশি করে প্রচার করতে হবে। মানুষকে বোঝাতে হবে। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে একেবারে বুথ লেভেল পর্যন্ত প্রচারে তুলে আনতে হবে। রাজ্য সরকারের সদ্য চালু হওয়া ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে সকলকে অংশ নিতে হবে। এর মধ্যে তিনটি বিষয়ের কথা উল্লেখ করেছেন সুব্রত বক্সি। রাজ্য সরকারের কর্মসূচি যেরকম চলছে-চলবে।

News18
News18
কলকাতা: ‘‘পাড়ায় সমাধান ক্যাম্পে জনপ্রতিনিধিরা বেশি করে সময় দিন। আর সেখানেই বলুন কেন্দ্র কতটা বঞ্চনা করছে রাজ্যের সাথে। বিশেষ করে বলবেন জল প্রকল্পের জন্য টাকা দিচ্ছে না কেন্দ্র।’’ সব সাংসদ বিধায়কদের সাথে ভিডিও কনফারেন্স করে বৈঠক করলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেখানেই এই বিষয় উল্লেখ করেন তিনি।
এছাড়াও, দলীয় সাংসদ বিধায়কদের তাঁর নির্দেশ, সাংসদদের তহবিল থেকে ১ কোটি টাকা, বিধায়কদের তহবিল থেকে ১০ লক্ষ টাকা এবং জেলা পরিষদগুলিকে তাদের বার্ষিক বাজেটের ৫ শতাংশ জল প্রকল্পের কাজে ব্যয় করতে হবে। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হল। প্রসঙ্গত, বীরভূমের সভায় এই নির্দেশ আগেই দিয়েছিলেন দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
সাংসদ-বিধায়ক সহ জনপ্রতিনিধিদের বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি। তিনি সাংসদ-বিধায়ক এবং সভাধিপতিদের জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের বঞ্চনা, এসআইআর নিয়ে আরও বেশি করে প্রচার করতে হবে। মানুষকে বোঝাতে হবে। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে একেবারে বুথ লেভেল পর্যন্ত প্রচারে তুলে আনতে হবে। রাজ্য সরকারের সদ্য চালু হওয়া ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে সকলকে অংশ নিতে হবে। এর মধ্যে তিনটি বিষয়ের কথা উল্লেখ করেছেন সুব্রত বক্সি। রাজ্য সরকারের কর্মসূচি যেরকম চলছে-চলবে।
advertisement
পাশাপাশি, এ বিষয় নিয়ে দলের বিধায়ক-সাংসদরা একই রকম ভাবে প্রচার এবং অন্যান্য সহযোগিতা এবং ক্যাম্পগুলিতে অংশ নেবে। আবেদনপত্র গ্রহণ হবে নিয়ম মতো। পরবর্তী ধাপে ৯০ দিনের মধ্যে কাজগুলি শেষ করতে হবে। সহযোগিতা করতে হবে সকলকে। মানুষের পাশে থাকতে হবে।এছাড়াও নেত্রীর নির্দেশ অনুযায়ী রাজ্য সভাপতি জানিয়েছেন, সাংসদ বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতিরা তাঁদের এলাকায় প্রতিদিন অন্তত একটি করে মিটিং করবেন বা অংশ নেবেন। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তা মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছে দিতে হবে। মানুষের সঙ্গে আরও বেশি করে জনসংযোগে থাকতে হবে।
advertisement
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই প্রায় সাড়ে নয় হাজার প্রতিনিধিদের নিয়ে ভারচুয়াল বৈঠক করে জনসংযোগে জোর দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
AITMC: ১ কোটি টাকা খরচ করতে হবে...হোয়াটসঅ্যাপ গ্রুপে গেল নির্দেশিকা! জানেন কোন নির্দেশ দিল তৃণমূল?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement