New BCCI President: শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল! কে হচ্ছেন নতুন বিসিসিআই সভাপতি? জানা গেল নাম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
New BCCI President: বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যোগদানের ভিত্তিতে অন্যান্য যোগ্য প্রার্থী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রঘুরাম ভাট ও হরভজন সিং। তবে শেষপর্যন্ত মানহাসের উপরই বোর্ড সদস্যরা আস্থা দেখায়।
কে হেন বিসিসিআই-এর নতুন সভাপতি? তা নিয়ে বেশ কিছু দিন ধরে চলছিল জল্পনা। একাধিক নাম উঠে আসলেও শেষ মুহূর্তে চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লির প্রাক্তন অলরাউন্ডার মিঠুন মানহাস ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে দিল্লিতে বোর্ডের একটি উচ্চপর্যায়ের বৈঠকে দীর্ঘ আলোচনার পর মানহাসকে সর্বসম্মতভাবে এই পদের জন্য মনোনীত করা হয়। ২১ সেপ্টেম্বর তিনি মুম্বইয়ে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মানহাসের এই পদে আগমন ভারতীয় ক্রিকেট প্রশাসনে এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি হচ্ছেন প্রথম জম্মু ও কাশ্মীরে জন্ম ভারতীয় ক্রিকেটার যিনি বিসিসিআই-এর সর্বোচ্চ পদে বসতে চলেছেন। একইসঙ্গে, তিনি হচ্ছেন প্রথম আনক্যাপড ভারতীয় ক্রিকেটার যিনি বোর্ড সভাপতির দায়িত্বে আসছেন। সাধারণত টেস্ট বা আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দেরই এমন পদে দেখা যায়, ফলে এটি ব্যতিক্রমী এক ঘটনা।
advertisement

advertisement
বিসিসি-এর সংবিধানে ২০১৬ সালে লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, বোর্ড পরিচালনায় একজন প্রাক্তন খেলোয়াড় থাকা বাধ্যতামূলক হয়। এবারের বার্ষিক সাধারণ সভায় যোগদানের ভিত্তিতে অন্যান্য যোগ্য প্রার্থী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রঘুরাম ভাট ও হরভজন সিং। তবে শেষপর্যন্ত মানহাসের উপরই বোর্ড সদস্যরা আস্থা দেখায়।
advertisement
মানহাস জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে পরিচালক হিসেবে কাজ করেছেন, যখন হাইকোর্টের নির্দেশে বিসিসিআই রাজ্যের ক্রিকেট পরিচালনার দায়িত্ব নেয়। বোর্ড সচিব দেবজিত সইকিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার ফলেই মানহাসের নাম সামনে আসে। জানা গেছে, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আইনি পরামর্শও নেওয়া হয় এবং বৈঠক চলে মধ্যরাত পর্যন্ত।
মানহাসের ক্রিকেট কেরিয়ারও উল্লেখযোগ্য। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৭১৪ রান করেছেন, যার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি। বীরেন্দ্র সেহওয়াগ এবং যুবরাজ সিং-এর মতে, মানহাসের ক্রিকেট জ্ঞান অসাধারণ এবং তিনি মাঠ ও মাঠের বাইরে সবসময় বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেন।
advertisement
প্রতিবেদন অনুযায়ী, নতুন সভাপতির নেতৃত্বে গঠিত অফিস-ধারকেরা আগামীতে সরকারের ক্রীড়া বিল কার্যকর হলেও পদে বহাল থাকবেন। যেখানে অন্য ক্রীড়া ফেডারেশনগুলিকে নতুন নির্বাচন করতে হবে, সেখানে বিসিসিআই-এর ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা নেই বলেই জানা যাচ্ছে। ফলে মা নহাসের নেতৃত্বে বোর্ড আগামীর জন্য প্রস্তুত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 6:06 PM IST