Primary TET Scam Case: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার বিরাট মোড়! হাইকোর্টে পেশ 'অযোগ্য'দের তালিকা! দুর্নীতিতে জোর সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের

Last Updated:
Primary TET Scam Case: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার বিরাট মোড়! হাইকোর্টে পেশ 'অযোগ্য'দের তালিকা! চাকরিহারাদের আপত্তি শুনবে আদালত। জোর সওয়াল বিকাশের। কী হবে এবার?
1/8
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। 'অযোগ্য'দের তালিকা পেশ করলেন মামলাকারীরা। সিবিআই চার্জশিট পেশ করে তালিকা পেশ।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। 'অযোগ্য'দের তালিকা পেশ করলেন মামলাকারীরা। সিবিআই চার্জশিট পেশ করে তালিকা পেশ।
advertisement
2/8
র‍্যাঙ্ক জাম্প, মেধায় আপস করে চাকরির তালিকা তৈরি করা হয়েছিল। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জমা পড়ল চার্জশিট, তালিকা।
র‍্যাঙ্ক জাম্প, মেধায় আপস করে চাকরির তালিকা তৈরি করা হয়েছিল। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জমা পড়ল চার্জশিট, তালিকা।
advertisement
3/8
চার্জশিট, অযোগ্যদের তালিকা পেশ হতেই চাকরিহারাদের তীব্র আপত্তি। চাকরিহারাদের আপত্তি কেন? শুনবে আদালত। জানাল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। ২৯ অক্টোবর দুপুর দুটোয় ফের মামলার শুনানি।
চার্জশিট, অযোগ্যদের তালিকা পেশ হতেই চাকরিহারাদের তীব্র আপত্তি। চাকরিহারাদের আপত্তি কেন? শুনবে আদালত। জানাল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। ২৯ অক্টোবর দুপুর দুটোয় ফের মামলার শুনানি।
advertisement
4/8
এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ। কারা 'বিশেষ সুবিধা' পেয়েছেন, কারা পাননি তা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। গত অগাস্টে আদালতে এই প্রশ্ন ওঠার পরই ৩২ হাজার প্রাথমিকের শিক্ষকদের একাংশের আইনজীবী দাবি করেছিলেন কোনও 'বিশেষ সুবিধা' পাইনি।
এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ মামলাতেও উঠল 'যোগ্য-অযোগ্য' প্রসঙ্গ। কারা 'বিশেষ সুবিধা' পেয়েছেন, কারা পাননি তা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। গত অগাস্টে আদালতে এই প্রশ্ন ওঠার পরই ৩২ হাজার প্রাথমিকের শিক্ষকদের একাংশের আইনজীবী দাবি করেছিলেন কোনও 'বিশেষ সুবিধা' পাইনি।
advertisement
5/8
প্রাথমিকের নিয়োগপত্র দিয়েছে তাহলে ডিপিএসসি নয় সিলেকশন কমিটি? এদিন প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ।
প্রাথমিকের নিয়োগপত্র দিয়েছে তাহলে ডিপিএসসি নয় সিলেকশন কমিটি? এদিন প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ।
advertisement
6/8
নিয়োগের সময় ডিপিএসসির কোনও অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। ডিপিএসসিতে চেয়ারম্যান নিযুক্ত করে রাজ্য। জেলাভিত্তিক ডিপিএসসির বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে । ৪ বছরে ডিপিএসসির মেয়াদ শেষ নয়। পূর্ব মেদিনীপুর সংক্রান্ত একটি মামলায় সম্প্রতি একক বেঞ্চ এই বিষয়ে প্রশ্ন তুলেছে। এখন কোনও কার্যকরী ডিপিএসসি নেই। পাল্টা সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।
নিয়োগের সময় ডিপিএসসির কোনও অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। ডিপিএসসিতে চেয়ারম্যান নিযুক্ত করে রাজ্য। জেলাভিত্তিক ডিপিএসসির বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে । ৪ বছরে ডিপিএসসির মেয়াদ শেষ নয়। পূর্ব মেদিনীপুর সংক্রান্ত একটি মামলায় সম্প্রতি একক বেঞ্চ এই বিষয়ে প্রশ্ন তুলেছে। এখন কোনও কার্যকরী ডিপিএসসি নেই। পাল্টা সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।
advertisement
7/8
কেন্দ্রীয়ভাবে ডিপিএসসিগুলির ক্ষমতা প্রাথমিক বোর্ড নিজের হাতে নিয়ে নিলে নিয়োগপত্র তার মানে DPSC দেয়নি। নিয়োগপত্র দিয়েছে বোর্ড নিযুক্ত সিলেকশন কমিটি। মন্তব্য বিচারপতি তপোব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের।
কেন্দ্রীয়ভাবে ডিপিএসসিগুলির ক্ষমতা প্রাথমিক বোর্ড নিজের হাতে নিয়ে নিলে নিয়োগপত্র তার মানে DPSC দেয়নি। নিয়োগপত্র দিয়েছে বোর্ড নিযুক্ত সিলেকশন কমিটি। মন্তব্য বিচারপতি তপোব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের।
advertisement
8/8
শুধুমাত্র টাকার আদানপ্রদানই দুর্নীতি নয়। বোর্ড সিলেকশন কমিটি গঠন করবে যারা বোর্ডের অন্তর্গতভাবে প্যানেল তৈরির দায়িত্বে থাকবে। সিলেকশন কমিটি এখন ভ্যানিস। বোর্ড তার হলফনামায় জানিয়েছে, এটা জেলাভিত্তিক নিয়োগ। জেলা কাউন্সিল এই দায়িত্ব পালন করেছে। পাবলিক এমপ্লয়মেন্ট হলে বোর্ডকে আরও দায়িত্বশীল হতে হয়। বোর্ড নিজস্ব রুলই অনুসরণ করেনি। একজনও মেরিট জামপিং থাকলে তা সামনে আসা প্রয়োজনীয়। দুর্নীতির কারণেই সিবিআই তদন্ত হয়েছে। সওয়াল মূল মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। (রিপোর্টার-- অর্ণব হাজরা)
শুধুমাত্র টাকার আদানপ্রদানই দুর্নীতি নয়। বোর্ড সিলেকশন কমিটি গঠন করবে যারা বোর্ডের অন্তর্গতভাবে প্যানেল তৈরির দায়িত্বে থাকবে। সিলেকশন কমিটি এখন ভ্যানিস। বোর্ড তার হলফনামায় জানিয়েছে, এটা জেলাভিত্তিক নিয়োগ। জেলা কাউন্সিল এই দায়িত্ব পালন করেছে। পাবলিক এমপ্লয়মেন্ট হলে বোর্ডকে আরও দায়িত্বশীল হতে হয়। বোর্ড নিজস্ব রুলই অনুসরণ করেনি। একজনও মেরিট জামপিং থাকলে তা সামনে আসা প্রয়োজনীয়। দুর্নীতির কারণেই সিবিআই তদন্ত হয়েছে। সওয়াল মূল মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। (রিপোর্টার-- অর্ণব হাজরা)
advertisement
advertisement
advertisement