ছোট্ট হলেও দারুণ প্রয়াস! স্কুলের টিফিনের খরচ বাঁচিয়ে যা করছে দামাল ছেলে-মেয়েরা, এক কথায় 'অনবদ্য'

Last Updated:

বেকারত্বের অনিশ্চয়তা রয়েছে মাথার মধ্যে। তা সত্ত্বেও সমাজের জন্য কাজ করে যাচ্ছেন বাঁকুড়ার একদল পড়ুয়া। ছোট্ট প্রয়াসের গল্প জানলে অবাক হবেন।

+
পড়ুয়া

পড়ুয়া

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বেকারত্বের অনিশ্চয়তা রয়েছে মাথার মধ্যে। তা সত্ত্বেও সমাজের জন্য কাজ করে যাচ্ছেন বাঁকুড়ার একদল পড়ুয়া। ছোট্ট প্রয়াসের গল্প জানলে অবাক হবেন। স্কুলের টিফিন বাঁচিয়ে সমাজের জন্য কিছু করার কথা ভেবেছিল একদল দামাল ছেলে-মেয়ে, সেই প্রয়াসের নাম ছিল ‘ছোট্ট প্রয়াস’। বাঁকুড়া শহর-সংলগ্ন জগদল্লা গোড়াবাড়ির কিছু পড়ুয়া ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু করে নিজের টিফিনের টাকা বাঁচিয়ে সমাজসেবা। করোনার সময় শুরু হয় এই উদ্যোগ। তারপর এই পড়ুয়াদের হাত ধরে থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির, বস্ত্র বিতরণ এবং অন্যান্য আরও সমাজ সেবামূলক কাজ হতে থাকে।
ছোট্ট প্রয়াস, আলোর দিশার শ্রীকৃষ্ণ বিদ্যামন্দিরের ৪৩ জন আর্থিকভাবে বিপন্ন ছাত্রছাত্রীকে দুর্গোৎসবের উপহার হিসেবে নতুন জামা কাপড় দেয়। দেবীপক্ষের সূচনা হতেই এ যেন এক উৎসবের স্বাদ পেল ছোট ছোট পড়ুয়ারা। নতুন জামা পেয়ে বাচ্চাদের আনন্দের সীমা ছিল না। উল্লেখযোগ্য বিষয় হল ছোট্ট প্রয়াসের সকল সদস্যই এখন স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া। তাদের এই কাজ দেখে এবং উদ্যোগ দেখে অবাক সকলে।
advertisement
advertisement
বাঁকুড়ার ছোট্ট প্রয়াসের সদস্য মেঘা দানা বলেন, “আর্থিকভাবে আমরা সক্ষম না হলেও, আমাদের পুজোর হাত খরচ বাঁচিয়ে কিছু কাজ করার চেষ্টা করছি। শুভাকাঙ্ক্ষীরা আমাদের পাশে দাঁড়ান। ২০২১ সালে শুরু হয়েছিল আমাদের অভিযান, সেই অভিযান একটু একটু করে বেড়েই চলেছে। পরবর্তীকালে এভাবেই আমরা কাজ করে যেতে চাই।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছোট্ট ছোট্ট শিশুদের মুখে হাসি ফোটানো থেকে শুরু করে, স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবির। সমাজসেবামূলক কাজ যদি ছাত্র-ছাত্রীরা করেন তাহলে এর থেকে বড় দৃষ্টান্ত সমাজের জন্য আর হতে পারে না! বাঁকুড়ার এই পড়ুয়া যুবক যুবতীরা সেই কাজ করেই দেখাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছোট্ট হলেও দারুণ প্রয়াস! স্কুলের টিফিনের খরচ বাঁচিয়ে যা করছে দামাল ছেলে-মেয়েরা, এক কথায় 'অনবদ্য'
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement