Alipur Zoo Case: আলিপুর চিড়িয়াখানা গণ্ডগোল মামলায় দুই থানার পুলিশ অফিসারদের ধমক বিচারপতির

Last Updated:

আলিপুর চিড়িয়াখানা গণ্ডগোল মামলায় (Alipur Zoo Case) দুই থানার পুলিশ অফিসারদের(IO) ধমক বিচারপতি রাজাশেখর মান্থা-র

#কলকাতা: আলিপুর চিড়িয়াখানা গণ্ডগোল মামলায় (Alipur Zoo Case) দুই থানার পুলিশ অফিসারদের(IO) ধমক বিচারপতি রাজাশেখর মান্থা-র, '' নিরপেক্ষ হয়ে কাজ করুন। কোনও বিশৃঙ্খলা আদালত বরদাস্ত করবেনা। চিড়িয়াখানার মধ্যে পশুপাখি এবং আইনশৃঙ্খলার প্রশ্নে নিরপেক্ষ হয়ে কাজ করুন' এমনটাই জানালেন বিচারপতি রাজাশেখর মান্থা( Alipur Zoo Case)।
আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আদালতকে জানান, চিড়িয়াখানা ইউনিয়ন অফিসে টাঙানো পতাকার রং, প্ল্যাকার্ডের রং বদলেছে শুধু। ইউনিয়ন অফিসে থাকা মানুষগুলো একই আছে। আমাদের দেশে রাজনীতিতে কে-কখন রং বদলায় বোঝা খুব দুষ্কর। এত দ্রুত রঙ বদল হচ্ছে... কে কোন দলে সেটা বোঝাই দায়। ২৪ জানুয়ারি পর থেকে কোনও নতুন গোলমাল নেই।''
advertisement
advertisement
রাকেশ সিং বলেন, ''২০১০ সাল থেকে ইউনিয়ন অফিসে আমরা কাজ করছি। ভিডিও ফুটেজে স্পষ্ট কীভাবে আমাদের উৎখাত করা হয়েছে। ১০০০ লোক নিয়ে অফিস দখল হয়েছে। আমাদের অফিসে ফিরিয়ে দেওয়া হোক। জু রিপোর্ট বলছে, ২৪ জানুয়ারি নতুন ইউনিট খোলার জন্য একটি আবেদন করা হয় intuc-র তরফে।''
advertisement
বিচারপতি রাজাশেখর মান্থা আলিপুর ও ওয়াটগঞ্জ থানার পুলিশের তদন্তকারীদের এজলাসে দাঁড় করিয়ে ধমক দেন, ''নিরপেক্ষ হয়ে কাজ করুন। চিড়িয়াখানায় কোনওরকম বিশৃঙ্খলা আদালত বরদাস্ত করবে না।
এক্ষেত্রে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও পুলিশ কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে না।'' সমস্ত অভিযোগ পুলিশ খতিয়ে দেখে তদন্ত করবে। ওই অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালতে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করবে এক মাসের মধ্যে।
advertisement
ARNAB HAZRA
বাংলা খবর/ খবর/কলকাতা/
Alipur Zoo Case: আলিপুর চিড়িয়াখানা গণ্ডগোল মামলায় দুই থানার পুলিশ অফিসারদের ধমক বিচারপতির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement