হোম /খবর /কলকাতা /
রবিবার, জমিয়ে শীত! কিন্তু আগামিকাল বন্ধ চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়া

KMC Elections 2021: রবিবার, জমিয়ে শীত! কিন্তু আগামিকাল বন্ধ চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়া

পুরভোটের জন্য বন্ধ থাকবে চিড়িয়াখানাও৷

পুরভোটের জন্য বন্ধ থাকবে চিড়িয়াখানাও৷

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অতীতে শীত কালে পুরভোটের নজির রয়েছে কলকাতায়৷ কিন্তু শীত কালে কখনও কলকাতা পুরসভার নির্বাচন হয়নি (KMC Elections 2021)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: জমিয়ে শীত পড়েছে কলকাতায়৷ আগামিকাল, রবিবার থেকেই আরও জাঁকিয়ে শীত পড়ার কথা৷ জমিয়ে শীত আর তার সঙ্গে রবিবার- চিড়িয়াখানা, ভিক্টোরিয়া বা জাদুঘরে যাওয়ার পরিকল্পনা সেরে রেখেছেন অনেকেই৷ কিন্তু আগামিকাল, রবিবার ইচ্ছে থাকলেও চিড়িয়াখানা সহ কলকাতার কোনও দ্রষ্টব্য স্থানেই প্রবেশাধিকার থাকছে না দর্শকদের৷ কারণ রবিবার কলকাতায় পুরভোট (KMC Elections 2021)৷

সাধারণত যে কোনও ভোটই হয় এপ্রিল, মে মাসের চড়া গরমে৷ রবিবার জমাটি ঠান্ডার (Winter 2021) মধ্যেই ভোট দেবেন কলকাতাবাসী৷ যে কোনও নির্বাচনের দিনই কলকাতায় চিড়িয়াখানা, জাদুঘর সহ সব দ্রষ্টব্য স্থানই বন্ধ থাকে৷ কারণ, নিরাপত্তার কারণেই জরুরি প্রয়োজন এবং বিশেষ অনুমতি ছাড়া বাইরে থেকে কাউকেই কলকাতায় প্রবেশ করতে দেওয়া হয় না৷

আরও পড়ুন: আগামিকাল থেকে জাঁকিয়ে শীত কলকাতায়

পুরভোটের জন্যও সেই একই নিয়ম প্রযোজ্য হচ্ছে৷ জারি থাকছে ১৪৪ ধারা৷ শীতকাল হওয়ায় কলকাতার বিভিন্ন জায়গায় নানা ধরনের মেলাও চলছিল৷ রবিবার সেই সব মেলাও বন্ধ থাকছে৷

অন্যান্য নির্বাচন গরম কালে হওয়ায় চিড়িয়াখানা বা ভিক্টোরিয়া বন্ধ থাকলেও সেভাবে প্রভাব পড়ে না৷ কিন্তু শীতকাল এবং রবিবার মানেই এসব জায়গাতেই মানুষের উপচে পড়া ভিড়৷ ফলে, আগামিকাল যাঁরা চিড়িয়াখানা বা জাদুঘর দর্শনের পরিকল্পনা করেছিলেন, তাঁদের সেই অন্য দিনের কথা ভাবতে হবে৷

আরও পড়ুন: ওহ লাভলি! পুরভোটে মদন-নচিকেতার বড় চমক! প্রকাশ্যে ‘খেলার গান’...

পুরভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতার সমস্ত প্রবেশ পথেই কড়া নাকা তল্লাশির ব্যবস্থা করেছে পুলিশ৷ গত কয়েকদিন ধরেই গাড়ি থামিয়ে থামিয়ে চলছে নাকা তল্লাশি৷ শুধু কলকাতা নয়, তল্লাশি চালানো হচ্ছে বিধাননগর এবং হাওড়াতেও৷

ক্ষমতায় আসার পর থেকেই বার বার শীত কালে ভোটের পক্ষে সওয়াল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর যুক্তি ছিল, গরমে ভোট হলে কষ্ট হয় সবারই৷ করোনা অতিমারি সহ নানা কারণে শেষ পর্যন্ত শীতে ভোট দেওয়ার অভিজ্ঞতা হবে শহরবাসীর৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অতীতে শীত কালে পুরভোটের নজির রয়েছে কলকাতায়৷ কিন্তু শীত কালে কখনও কলকাতা পুরসভার নির্বাচন হয়নি৷ রবিবার তাই শীতকালের রবিবারেও ব্যতিক্রমী ছবি দেখা যাবে চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়ায়৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: KMC Elections 2021, Kolkata Municipal Corporation Elections 2021