Alipore Zoo: বাঘের ছানা হয়নি প্রায় ২০ বছর! খরা কাটাতে এবার যৌবনের জোয়ার আসছে আলিপুর চিড়িয়াখানায়
- Published by:Satabdi Adhikary
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
কিন্তু এসবই দর্শকের মনোরঞ্জন বা শোভা বর্ধনের জন্য। কাজের কাজ বংশবিস্তার এদের কারও দ্বারাই আর হয়ে ওঠেনি। প্রায় কুড়ি বছর আলিপুরের বাঘেদের পরিবার নিঃসন্তান থেকে যায়। কোনও জুটিরই আলিপুরে বংশবিস্তার হয় না।
কলকাতা: সুন্দরবনে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা। কিন্তু আলিপুর চিড়িয়াখানায় ছবিটা একটু আলাদা। ২০০৬ সালের পরে আর বংশবিস্তার হয়নি আলিপুর চিড়িয়াখানার বাঘেদের সংসারে। সংসার বেড়েছে, তবে সন্তানের জন্ম দিয়ে নয়৷ বরং চিড়িয়াখানায় বাইরে থেকে এসেছে বাঘেরা। এবার আরও এক যুবতী বাঘ এল আলিপুরের ব্যাঘ্র সংসারে। এবার কি এই বাঘিনির কোল আলো করে আসবে ব্র্যাঘ্র শাবকেরা? বাঘ-শিশুর খরা কাটবে আলিপুর চিড়িয়াখানায়?
আলিপুর চিড়িয়াখানার শার্দুল সংসারে শেষ নবজাতক ছিল ‘বিশাল’। যার জন্ম হয়েছিল ২০০৬ সালে৷ ‘কৃষ্ণা’র কোল আলো করে এসেছিল ‘বিশাল’। বাঘিনি কৃষ্ণা আর হোয়াইট টাইগার ‘অনির্বাণে’র সন্তান ছিল সে।
এরপর থেকেই আলিপুর চিড়িয়াখানার শার্দুল সংসারের সাদা কালো ছবি। সন্তান জন্মাবার রঙিন আলো আর প্রবেশ করেনি বাঘেদের অন্তঃপুরে। চেষ্টার কসুর করেননি আলিপুর জু অথরিটি-ও। ভিন রাজ্য থেকে আনা হয়েছে নতুন নতুন বাঘ। ওড়িশা, বিহার এবং উত্তরবঙ্গ থেকেও বাঘ আনা হয়েছিল৷ কিন্তু খুশির খবর আসেনি।
advertisement
advertisement
আসুন, এক নজরে দেখে নেওয়া যাক আলিপুর চিড়িয়াখানায় কবে কোন বাঘকে আনা হয়।
★ ২০১৬ সাল। আলিপুর চিড়িয়াখানায় চারটি বাঘ আসে ওড়িশা থেকে। ওড়িশার নন্দনকাননের গর্ব স্নেহাশিস, ঋষি এবং পায়েল ও শীলা শোভা বর্ধন করে আলিপুর চিড়িয়াখানার। এদের মধ্যে থেকে উত্তরবঙ্গ বেঙ্গল সাফারি জন্য পরে স্নেহাশিস ও শীলা জুটিকে নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও পড়ুন: নীতি আয়োগে মমতাকে বলতে বাধা! প্রসঙ্গ উঠতেই উত্তপ্ত বিধানসভা, স্লোগান পাল্টা স্লোগান তৃণমূল-বিজেপির
★ ২০১৯ সাল। আলিপুর চিড়িয়াখানায় আসে আরও একটি সাদা বাঘ। এবার পটনা থেকে হোয়াইট টাইগার (সাদা বাঘ) রাজা আলিপুরের শোভা বর্ধন করে।
কিন্তু এসবই দর্শকের মনোরঞ্জন বা শোভা বর্ধনের জন্য। কাজের কাজ বংশবিস্তার এদের কারও দ্বারাই আর হয়ে ওঠেনি। প্রায় কুড়ি বছর আলিপুরের বাঘেদের পরিবার নিঃসন্তান থেকে গিয়েছে। কোনও জুটিরই আলিপুরে বংশবিস্তার হয়নি।
advertisement
আলিপুর চিড়িয়াখানা থেকে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারিতে গিয়ে অবশ্য সন্তান লাভ হয় স্নেহাশিস ও শীলা জুটির। ফের টনক নড়ে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের। আলিপুর চিড়িয়াখানায় ফিরিয়ে আনা হয় স্নেহাশিসকে। সন্তানের জন্ম দিতে তখন স্নেহাশিলের অপেক্ষায় ছিল বাঘিনি পায়েল ও রূপা। তবে স্নেহাশিসের সঙ্গে পায়েল বা রূপা কারও সংসার সুখের হয়নি। বন্ধ্যাত্ব কাটেনি আলিপুর চিড়িয়াখানার।
advertisement
আরও পড়ুন: অবশেষে নিজের দলের সূচনা করছেন প্রশান্ত কিশোর! ঘোষণা করে দিলেন দিনক্ষণ, কবে শুরু পথচলা?
হোয়াইট টাইগার রাজাকে নিয়ে আসা হয় সাদা বাঘিনি রূপার জন্য। রাজা ও রূপার জুটিও হতাশ করে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। তারাও সন্তানের মুখ দেখাতে পারেনি জু অথরিটিকে।
★ এবার ২০২৪ সাল। উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি থেকে একটি করে যুবক ও যুবতী বাঘ নিয়ে আসা হয় আলিপুরে।
advertisement
বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধি জুলজিক্যাল পার্ক থেকে একটি যুবতী সাদা বাঘ নিয়ে আসা হয়।
★২০২৪ সাল। ওড়িশার নন্দনকানন থেকে আবার আনা হচ্ছে আরও একটি যুবতী বাঘ।
একসময় আলিপুর চিড়িয়াখানা দাপিয়ে বেড়ানো যুবক-যুবতী বাঘেদের বয়স হয়েছে। প্রজনন ক্ষমতা কমেছে। আর তাই নতুন প্রজন্মের জন্য আবার নতুন করে যৌবনের জোয়ার আলিপুরের চিড়িয়াখানায়।
একসময় আলিপুরের রানি বাঘিনি রূপা এখন বৃদ্ধা। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রাজা এখন বুড়ো বাঘ। নন্দনকানন থেকে আসা পায়েলের বয়স হয়েছে। সেই নন্দনকানন থেকেই আরও একটি বাঘিনি নিয়ে আসার কথা হয়েছে। ওড়িশার নন্দনকানন জু অথরিটি অবশ্য খালি হাতে বাঘিনি দেবে না। পরিবর্তে আলিপুর থেকে পাঠানো হবে জিরাফ। সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় জু-অথরিটিকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। কেন্দ্রের ছাড়পত্রের অপেক্ষায় আলিপুর চিড়িয়াখানা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 29, 2024 12:28 PM IST