Prashant Kishor: অবশেষে নিজের দলের সূচনা করছেন প্রশান্ত কিশোর! ঘোষণা করে দিলেন দিনক্ষণ, কবে শুরু পথচলা?

Last Updated:

জন সুরজের তরফে সংবাদমাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, তাঁরা রাজনৈতিক দলে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে৷ বিহারের আটটি ভিন্ন স্তরে প্রায় দেড় লক্ষ সমর্থক-কর্মী নিয়ে তাঁদের দফায় দফায় বৈঠক চলছে৷ সেই সমস্ত বৈঠক থেকেই উঠে আসে প্রস্তাবনা একত্র করে তাদের দলের নেতৃত্ব, সংবিধান এবং লক্ষ্য স্থির করা হবে৷

বিহার: এতদিন ধরে শুধু প্রস্তুতি পর্বই যেন চলছিল৷ অবশেষে নিলেন সিদ্ধান্ত৷ ভোটকুশলী প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন, এবার তিনি সরাসরি নামতে চলেছেন ভোটযুদ্ধে৷ গত ২৮ জুলাই তিনি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন আগামী ২ অক্টোবর গান্ধি জয়ন্তীর দিন তিনি তাঁর নতুন রাজনৈতিক দল জন সুরজ অভিযান লঞ্চ করতে চলেছেন৷ সামনেই ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচন৷ বলাবাহুল্য সেই নির্বাচনেও অংশগ্রহণ করবে প্রশান্ত কিশোরের নতুন দল৷
জন সুরজের তরফে সংবাদমাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, তাঁরা রাজনৈতিক দলে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে৷ বিহারের আটটি ভিন্ন স্তরে প্রায় দেড় লক্ষ সমর্থক-কর্মী নিয়ে তাঁদের দফায় দফায় বৈঠক চলছে৷ সেই সমস্ত বৈঠক থেকেই উঠে আসে প্রস্তাবনা একত্র করে তাদের দলের নেতৃত্ব, সংবিধান এবং লক্ষ্য স্থির করা হবে৷
আরও পড়ুন: আমেরিকায় ফের ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! এক তরুণীর মৃত্যু, এখনও অধরা আততায়ী
গত রবিবার জন সুরজের রাজ্যস্তরের একটি বৈঠক চলাকালীন প্রশান্ত কিশোর বলেন, ‘‘যেমনটা আগে বলা হয়েছিল, জন সুরজ আগামী ২ অক্টোবর রাজনৈতিক দল হিসাবে তার যাত্রা শুরু করবে এবং পরের বছরের বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ অন্যান্য বিষয়, যেমন দলে নেতৃত্ব ইত্যাদি এর মধ্যে স্থির করা হবে৷’’ প্রসঙ্গত, প্রশান্ত কিশোর নিজে জানিয়ে দিয়েছেন, তিনি দলকে নেতৃত্বে থাকবেন না৷ বরং বিহারের বিভিন্ন জেলা থেকে নেতৃত্ব বেছে নেওয়া হবে৷
advertisement
advertisement
প্রশান্ত কিশোরের আত্মবিশ্বাসী বার্তা, ‘‘আমরা শুধুমাত্র ২০-২২টা আসন জিততে আসিনি৷ বিহারের মুখচ্ছবি বদলে দিতে এসেছি৷ শুধু ২ বছর অপেক্ষা করুন৷’’
আরও পড়ুন:  দেশের নতুন ৩ ফৌজদারি আইনের সংশোধন চাইছে রাজ্য! এবার আলোচনা বিধানসভায়
এই কর্মশালায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কাপুরি ঠাকুরের নাতনিকে দেখা গিয়েছিল এই দিন৷ আনন্দ মিশ্র যিনি ২০২৪ লোকসভা নির্বাচনে বক্সার কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনিও যোগ দিয়েছেন প্রশান্ত কিশোরের দলে৷ প্রফেসর রামবলি সিং চন্দ্রবংশীও সদ্য নিয়েছন সদস্যপদ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor: অবশেষে নিজের দলের সূচনা করছেন প্রশান্ত কিশোর! ঘোষণা করে দিলেন দিনক্ষণ, কবে শুরু পথচলা?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement