বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, ভিডিও বার্তায় জানালেন অখিল গিরি

Last Updated:

লালন শেখের মৃত্যু নিয়ে তাঁর মন্তব্যর জন্য বিব্রত হতে হয় তৃণমূল কংগ্রেসকে। 

বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, ভিডিও বার্তায় জানালেন অখিল গিরি
বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, ভিডিও বার্তায় জানালেন অখিল গিরি
আবীর ঘোষাল, কলকাতা: লালন শেখ নিয়ে বিতর্কিত মন্তব্য। তার পর ফের ভুল স্বীকার। এই নিয়ে গত দুই মাসে কারামন্ত্রী অখিল গিরির মন্তব্য নিয়ে বারবার সমস্যায় পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যর জেরে সমস্যায় পড়তে হয়েছিল দলকে। এবার অখিলের লালন শেখের মৃত্যুর কারণ নিয়ে বলতে গিয়ে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হয় দলকে। যদিও পরে অখিল গিরি ভিডিও বার্তায় তিনি বুঝতে ভুল করেছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার ব্যারাকপুর সংশোধনাগার পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। সেখান থেকে বেরোনোর সময় লালনের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে তিনি বলেন, ‘‘ওঁর মৃত্যু হয়েছে অসুখে। আমরা চিকিৎসা করেছি। তার পরেই মারা গিয়েছেন। অনেকেই অসুস্থ অবস্থায় আসেন। তাঁদের সরকার যথাসাধ্য ভিতরে চিকিৎসা করে। আবার বাইরেও করে। কিন্তু কেউ মারা গেলে আমাদের কিছু করার নেই।’’
advertisement
advertisement
যদিও এ নিয়ে বিতর্ক শুরু হতেই অখিল দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তাঁর কথায়, ‘‘সংশোধনাগারে যে মৃত্যু হয়, আমি সেই বিষয় নিয়ে কথা বলেছি। বগটুই নিয়ে কোনও কথা বলিনি।’’ তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘‘আমি বগটুই কথাটা শুনতে পাইনি ৷ আমি অন্য সংশোধনাগারের অন্য লালন শেখের কথা বলেছি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।’’ সোমবার রামপুরহাটের অস্থায়ী সিবিআই শিবিরে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সিবিআই দাবি করে, আত্মহত্যা করেছেন লালন।
advertisement
যদিও লালনের পরিবার তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে। গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা ছুড়ে দুষ্কৃতীরা খুন করে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদুকে। সেই খুনের পর রাতে বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার জেরে ১০ জনের মৃত্যু হয়। এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে লালনের বিরুদ্ধে। কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, ভিডিও বার্তায় জানালেন অখিল গিরি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement