বিমানে এসি বিকল হয়ে ধোঁয়া, ফেরানো হল কলকাতা-বাগডোগরা বিমান

এয়ার এশিয়ার বিমানে এসি বিকল হয়ে বিপত্তি। ধোঁয়ায় ঢেকে যায় বিমান। অসুস্থ হয়ে পড়েন বিমানযাত্রীরা।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: এয়ার এশিয়ার বিমানে এসি বিকল হয়ে বিপত্তি। ধোঁয়ায় ঢেকে যায় বিমান। অসুস্থ হয়ে পড়েন বিমানযাত্রীরা। গতকালের ঘটনায় দমদমে ফিরিয়ে আনা হয় কলকাতা থেকে বাগডোগরা বিমানটিকে। এর জেরে যাত্রীদের প্রায় ৪.৫ ঘণ্টা অপেক্ষা করতে হয় ৷ এই নিয়ে বিমান কর্মীদের সঙ্গে বেশ কিছু যাত্রীদের বচসা বাধে ৷

    আরও পড়ুন: সকাল ১০টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বা

    এয়ার এশিয়ার তরফে জানানো হয় যে যান্ত্রীক ক্রুটির জন্য i5583 ফ্লাইট ৪.৫ ঘন্টা দেরিতে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেয় ৷ যাত্রীদের যে অসুবিধায় পড়তে হয়েছে তার জন্য দুঃখপ্রকাশ করেছেন ৷ কিন্তু যাত্রী সুরক্ষা তাদের কাছে সব থেকে জরুরি বলে জানানো হয়েছে বিমান কর্তৃপক্ষের তরফে ৷

    আরও পড়ুন: সোদপুর স্টেশনে স্বামীকে মারধর করে গৃহবধূর শ্লীলতাহানি

    First published:

    Tags: Ac, AirAsia