হোম /খবর /দেশ /
এ বার ত্রিপুরা থেকেও আকাশপথে বাংলাদেশ, শুরু হচ্ছে আগরতলা-চট্টগ্রাম বিমান পরিষেবা

Agartala to Chittagong Flight Service: এ বার ত্রিপুরা থেকেও আকাশপথে বাংলাদেশ, শুরু হচ্ছে আগরতলা-চট্টগ্রাম বিমান পরিষেবা

ফাইল ছবি

ফাইল ছবি

Agartala to Chittagong Flight Service: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান পরিষেবা চালু হবে। আর এই রুটে ফ্লাইট পরিচালনা করবে স্পাইসজেট

  • Share this:

কলকাতা : বাংলাদেশের চট্টগ্রাম শহরের সঙ্গে আকাশপথে যুক্ত হতে চলেছে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। খুব তাড়াতাড়ি আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান পরিষেবা চালু হবে। আর এই রুটে ফ্লাইট পরিচালনা করবে স্পাইসজেট।

আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এবং চট্টগ্রামের মধ্যে ফ্লাইট পরিষেবা পরিচালনার জন্য ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ত্রিপুরার পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন। সুশান্ত চৌধুরী বলেন, নতুন এই ফ্লাইট সার্ভিস চালু হলে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত হবে। এছাড়া চট্টগ্রামমুখী এই ফ্লাইটের ভাড়া ৪ হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে থাকবে বলেও জানিয়েছেন তিনি।বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ২০০ টাকা থেকে ৫ হাজার ৮০০ টাকার মধ্যে।

আরও পড়ুন :  কীভাবে জনপ্রিয় হলেন জেভিয়ার আঙ্কল? জানালেন ভাইরাল মিম নির্মাতা নিজেই

ত্রিপুরার পরিবহণমন্ত্রী আরও জানিয়েছেন, আগরতলা এবং আখাউড়ার মধ্যে ইন্দো-বাংলা রেলপথ সংযোগও রাজ্যের নতুন সংযোগ প্রচেষ্টার আরও একটি প্রধান দিক। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি রাজ্যে থাকার সময় আন্তর্জাতিক রেল করিডোরের এই সাইটটি পরিদর্শন করেছিলেন। আমরা আশা করি এই রেললাইনটি আগামী ছয় মাসের মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে যাবে।’’

 

আগরতলা বিমানবন্দরে নয়া টার্মিনাল চালু হয়ে গেছে। এখন বিমান ওঠা-নামার সংখ্যাও অনেক বেড়েছে। বিমানবন্দরে যাত্রীদের সুবিধায় নানা ব্যবস্থা রয়েছে। ফলে কেন্দ্র চাইছে এখান থেকে আরও উড়ানের সংখ্যা বাড়ানো হোক। আগরতলা শহরের মধ্যেই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা আছে। আখাউড়া সীমান্ত দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। আগরতলা বাংলাদেশের সাথে সংযোগে উত্তর পূর্ব ভারতের অন্যতম গেটওয়ে। চিকিৎসা-সহ একাধিক কাজে প্রচুর বাংলাদেশি আগরতলা শহরে আসেন৷ বিমান যোগাযোগ ব্যবস্থা আরও বৃদ্ধি পেলেই মানুষের সুবিধা হবে৷ তাই কেন্দ্রীয় সরকার চাইছে বাংলাদেশের সঙ্গে চট্টগ্রামের বিমান যোগাযোগ আরও বাড়ানো হোক৷ সূত্রের খবর ধাপে ধাপে আরও অন্যান্য অংশের সাথেও বিমান যোগাযোগ বাড়ানো হবে৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Agartala, Bangladesh, Tripura