মদ্যপানে আসক্ত হলে মিলবে না সদস্যপদ, কড়া হুঁশিয়ারি ফরওয়ার্ড ব্লকের

Last Updated:

সারা ভারত ফরওয়ার্ড ব্লক য়ুবসংগঠন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় , মদ না খেলে হবে যে ভাল ছেলে'। তাই মদে আসক্তি থাকলে মিলবে না সংগঠনের সদস্যপদ

#কলকাতা: সারা ভারত ফরওয়ার্ড ব্লক যুববসংগঠন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় ,  মদ না খেলে হবে যে ভাল ছেলে'। তাই মদে আসক্তি থাকলে মিলবে না সংগঠনের সদস্যপদ। প্রস্তাব পাশ করল ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন। শুধু তাই নয়, মদ খাওয়া না ছাড়লে সংগঠনের সব পদ থেকে সরানো হবে। রাজ্যে মদ বিরোধী আন্দোলন জোরদার করার আগে সংগঠনের মধ্যেই 'শুদ্ধিকরণে'র কাজ সম্পন্ন করতে চাইছে যুব লিগ।
advertisement
রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মদের বিরুদ্ধে আন্দোলন করছে যুবলীগ কিন্তু তাতে খুব একটা সাড়া মিলছে না। নেতৃত্বের অনেকের ধারণা, সংগঠনের অনেকেই মদে আসক্ত, তারাই আবার মদের বিরুদ্ধে মিছিলে হাঁটছেন। তাতে আন্দোলন বিশ্বাসযোগ্য হচ্ছে না। তাই সবার আগে 'সর্ষের মধ্যে থেকে ভুত' তাড়াতে কোমর বেঁধে রাস্তায় নামছেন যুবলিগ নেতৃত্ব।
advertisement
ক্রমশ ধুঁকতে বসা সংগঠনকে চাঙ্গা করতেই  এই ভোকাল টনিক বলেই মনে করা হচ্ছে । মাত্র হাতে গোনা দু-একটি জেলায় সংগঠন রয়েছে ফরওয়ার্ড ব্লকের। বাম জমানার পতনের পর তাও ভেঙে চুরমার। এমন অবস্থায় সংগঠনের এই অবস্থান 'ঠগ বাছতে গা উজার' হবে না তো? চিন্তায় নেতৃত্ব।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মদ্যপানে আসক্ত হলে মিলবে না সদস্যপদ, কড়া হুঁশিয়ারি ফরওয়ার্ড ব্লকের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement