Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনের আগে বৈঠকে তৃণমূল, পরিচালনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনের আগে সোমরাবই হতে চলেছে তৃণমূলের জরুরি বৈঠক৷
কলকাতা: এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও দ্রুত পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে ঘোষণা করতে পারে রাজ্যের নির্বাচন কমিশন, এমনই কথা হাওয়ায় ভাসছে৷ সেই কারণে শাসক-বিরোধী সব পক্ষই নির্বাচনের প্রস্তুতিতে পুরোপুরি লেগে পড়েছে৷ আর পঞ্চায়েত নির্বাচনের আগে সোমবার জরুরি সাংগঠনিক বৈঠকে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস৷
পঞ্চায়েত নির্বাচনের আগে সোমরাবই হতে চলেছে তৃণমূলের জরুরি বৈঠক৷ বিকেল তিনটের সময় ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ সেই বৈঠকটি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সূত্রে খবর মিলেছে, সমস্ত জেলার জেলা সভাপতি, বিধায়ত ও ব্লক সভাপতিরা থাকবেন সেই বৈঠকে৷ সেখানেই নির্বাচনের একাধিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ফিরছে করোনার সর্বনাশা অতীত? মাস্ক পরতেই হবে, এই তিন রাজ্যে নির্দেশ দিয়ে দিল প্রশাসন
গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক বৈঠক থেকে পঞ্চায়েত প্রচার নিয়ে বার্তা দিতে চলেছেন দলের শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করেই প্রচারে নামবে দল। ইতিমধ্যেই আলিপুরদুয়ারের সভা থেকে দলের বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে।
সই সংগ্রহের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই রাজনৈতিক প্রক্রিয়া কী ভাবে এগোবে তাই আজ সাংগঠনিক বৈঠক থেকে দিতে চলেছেন অভিষেক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 10, 2023 10:47 AM IST







