Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনের আগে বৈঠকে তৃণমূল, পরিচালনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনের আগে সোমরাবই হতে চলেছে তৃণমূলের জরুরি বৈঠক৷

শনিবার থেকে জেলা সফরে অভিষেক
শনিবার থেকে জেলা সফরে অভিষেক
কলকাতা: এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও দ্রুত পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে ঘোষণা করতে পারে রাজ্যের নির্বাচন কমিশন, এমনই কথা হাওয়ায় ভাসছে৷ সেই কারণে শাসক-বিরোধী সব পক্ষই নির্বাচনের প্রস্তুতিতে পুরোপুরি লেগে পড়েছে৷ আর পঞ্চায়েত নির্বাচনের আগে সোমবার জরুরি সাংগঠনিক বৈঠকে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস৷
পঞ্চায়েত নির্বাচনের আগে সোমরাবই হতে চলেছে তৃণমূলের জরুরি বৈঠক৷ বিকেল তিনটের সময় ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ সেই বৈঠকটি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সূত্রে খবর মিলেছে, সমস্ত জেলার জেলা সভাপতি, বিধায়ত ও ব্লক সভাপতিরা থাকবেন সেই বৈঠকে৷ সেখানেই নির্বাচনের একাধিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ফিরছে করোনার সর্বনাশা অতীত? মাস্ক পরতেই হবে, এই তিন রাজ্যে নির্দেশ দিয়ে দিল প্রশাসন
গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক বৈঠক থেকে পঞ্চায়েত প্রচার নিয়ে বার্তা দিতে চলেছেন দলের শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করেই প্রচারে নামবে দল। ইতিমধ্যেই আলিপুরদুয়ারের সভা থেকে দলের বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে।
সই সংগ্রহের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই রাজনৈতিক প্রক্রিয়া কী ভাবে এগোবে তাই আজ সাংগঠনিক বৈঠক থেকে দিতে চলেছেন অভিষেক।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনের আগে বৈঠকে তৃণমূল, পরিচালনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement