Dev: দেবকে বোঝাতে এবার আসরে অভিষেক, শনিবার বৈঠকের সম্ভাবনা

Last Updated:

দেব প্রার্থী হতে না চাইলেও তাঁকে দলের সম্পদ বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷

দেব-অভিষেক বৈঠকের সম্ভাবনা৷
দেব-অভিষেক বৈঠকের সম্ভাবনা৷
কলকাতা: দল চাইছে, কিন্তু তৃতীয় বার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে গররাজি টলিউডের মহাতারকা৷ তাই দেবকে বোঝাতে এবার আসরে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সূত্রের খবর, আগামী শনিবার দেবের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন অভিষেক৷
ঘাটাল থেকে পর পর দু বার সাংসদ নির্বাচিত হলেও তিনি এবার আর প্রার্থী হতে আগ্রহী নন, ইতিমধ্যেই তাঁর ইঙ্গিত দিয়েছেন দেব৷ এ দিন দেব নিজেও সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিজের মনের ইচ্ছের কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন তিনি৷
advertisement
advertisement
কিন্তু দেব প্রার্থী হতে না চাইলেও তাঁকে দলের সম্পদ বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ এর আগে কালীঘাটে পশ্চিম মেদিনীপুরের নেতা, সাংসদ, বিধায়কদের নিয়ে দলীয় বৈঠকে সেকথা স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেবকেই যে ফের ঘাটালে প্রার্থী করার কথা ভাবছে দল, সেকথাও বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তার পরেও দেব প্রার্থী হওয়ার বিষয়ে সেভাবে আগ্রহ দেখাননি৷ উল্টে সাংসদ হিসেবে ঘাটালের বিভিন্ন কমিটির পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷ এবার অভিষেক নিজে দেবের সঙ্গে আলোচনায় বসতে উদ্যোগী হওয়ায় স্পষ্ট, তারকা সাংসদকে ধরে রাখতে কতটা মরিয়া তৃণমূল৷
advertisement
তৃণমূল সূত্রে খবর, দু বার ঘাটাল থেকে বড় ব্যবধানে জয়ী হওয়ার পরেও কেন এবার দেব প্রার্থী হতে নারাজ, তা জানতে চান অভিষেক৷ সাংগঠনিক কোনও কারণে তাঁর কাজ করতে অসুবিধা হচ্ছে কি না, দেবের থেকেও তাও জানতে চান অভিষেক৷ পাশাপাশি, দল তাঁকে কতটা গুরুত্বপূর্ণ মনে করছে, সেই বার্তাও দেবকে দিতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
advertisement
গতকাল তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে দেবের সাংসদ পদে ইস্তফা দেওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷ এ দিন অবশ্য দেব নিজেই বলেন, ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিয়ে দেব এ দিন বলেন, ‘কে বলল আমি ইস্তফা দিচ্ছি? কেনই বা ইস্তফা দিতে যাব?’
তবে তিনি যে এবার ভোটে দাঁড়াবেন, সেই নিশ্চয়তাও দেননি দেব৷ বরং এ বিষয়ে যে এখনও তিনি দোলাচলে রয়েছেন এবং ভোটে না দাঁড়ানোর সম্ভাবনাও রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সাংসদ৷ দেব বলেন, ‘আজকে সত্যিই সাংসদ হিসেবে এবারের কার্যকালের শেষ দিন ছিল । আমি ভোটে দাঁড়াব কি দাঁড়াব না জানি না। হ্যাঁ মাথায় কিছু চলছে, আমি মিথ্যে বলব না। এবারে হয়তো নাও দাঁড়াতে পারি। আমার কাছে সম্পর্ক আসল। আমার সঙ্গে দিদির কথা হয়েছে। আমি আমার মনের কথা দিদিকে বলেছি।’
advertisement
তৃণমূলের অন্দরের খবর, সাংসদ হিসেবে দেবের পারফরম্যান্সে দল যথেষ্টই খুশি৷ নিজের অভিনয়, প্রযোজনার মতো ব্যস্ততা সামলেও তিনি যেভাবে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাতে প্রশ্ন তোলার জায়গা নেই বলেই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ পাশাপাশি, তিনি যুব সমাজের আইকন, ফলে তিনি দল ছাড়লে বা প্রার্থী হতে রাজি না হলে ভোটের মুখে তা তৃণমূলের কাছে বিড়ম্বনার কারণই হবে৷ পাশাপাশি, দেব যে কারণেই ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিন না কেন, বিরোধীরা তৃণমূলকে আক্রমণের একটি বড় ইস্যু পেয়ে যাবে৷ এই পরিস্থিতি তৈরি হোক, তা কোনও অবস্থাতেই চায় না শাসক দল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dev: দেবকে বোঝাতে এবার আসরে অভিষেক, শনিবার বৈঠকের সম্ভাবনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement