Dev on resignation: 'মনের কথা দিদিকে বলেছি!' ইস্তফা বিতর্কে মুখ খুললেন দেব, ঘাটাল নিয়ে চিন্তা বাড়ল তৃণমূলের?

Last Updated:

সাংসদ হিসেবে এবারের মেয়াদ শেষ করলেও আগামী লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন তারকা সাংসদ৷

দেবের কথা শুনবেন মমতা?
দেবের কথা শুনবেন মমতা?
কলকাতা: তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা নিয়ে জল্পনার মধ্যে অবশেষে মুখ খুললেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব৷ বিতর্কে ইতি টেনে তৃণমূলের তারকা সাংসদ দাবি করলেন, সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন না৷
তবে সাংসদ হিসেবে এবারের মেয়াদ শেষ করলেও আগামী লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন তারকা সাংসদ৷ বরং ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি জানিয়েছেন, ভোটে দাঁড়াবেন কি না তা নিয়ে এখনও তিনি সিদ্ধান্ত নিতে পারেননি৷ নিজের মনের কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি জানিয়েছেন বলে দাবি করেছেন দেব৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, বিজেপির কোনও নেতার সঙ্গে তাঁর কথা হয়নি৷
advertisement
advertisement
কয়েকদিন আগেই ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল  সাংসদ দেব৷ এর পরই তিনি আর ঘাটাল থেকে ভোটে লড়বেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে৷ গতকাল সংসদ তাঁর বসার আসনের একটি ছবি দিয়ে ইঙ্গিতপূর্ণ ভাবে নিজের ইনস্টাগ্রাম পোস্টে দেব লেখেন, আর মাত্র কয়েক ঘণ্টা! দেবের এই পোস্টের পরই তাঁর রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়৷
advertisement
যদিও ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিয়ে দেব এ দিন বলেন, ‘কে বলল আমি ইস্তফা দিচ্ছি? কেনই বা ইস্তফা দিতে যাব?’
তবে তিনি যে এবার ভোটে দাঁড়াবেন, সেই নিশ্চয়তাও দেননি দেব৷ বরং এ বিষয়ে যে এখনও তিনি দোলাচলে রয়েছেন এবং ভোটে না দাঁড়ানোর সম্ভাবনাও রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সাংসদ৷ দেব বলেন, ‘আজকে সত্যিই সাংসদ হিসেবে এবারের কার্যকালের শেষ দিন  ছিল । আমি ভোটে দাঁড়াব কি দাঁড়াব না জানি না। হ্যাঁ মাথায় কিছু চলছে, আমি মিথ্যে বলব না। এবারে হয়তো নাও দাঁড়াতে পারি। আমার কাছে সম্পর্ক আসল। আমার সঙ্গে দিদির কথা হয়েছে। আমি আমার মনের কথা দিদিকে বলেছি।’
advertisement
গতকালই বিজেপি নেতা এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ দাবি করেছিলেন, দেবের সঙ্গে বিজেপির এক নেতার কথা হয়েছে৷ এ দিন রুদ্রনীলকেও জবাব দিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ৷ দেব বলেন, ‘ও হয়তো আমার থেকে বেশি জানে৷ আমার সঙ্গে সত্যিই কারও কথা হয়নি৷ পদে থাকি বা না থাকি, কাজ করার জন্যে পদ লাগে বলে মনে করি না। ২০২৪-এর লোকসভা ভোটে দাঁড়াব কি না তা দিদির উপর নির্ভর করবে।’
advertisement
দেব অনীহা প্রকাশ করলেও দল যে ফের তাঁকেই ঘাটালে প্রার্থী করতে আগ্রহী, ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় দেবের নাম থাকে কি না, তা অবশ্য সময়ই বলবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dev on resignation: 'মনের কথা দিদিকে বলেছি!' ইস্তফা বিতর্কে মুখ খুললেন দেব, ঘাটাল নিয়ে চিন্তা বাড়ল তৃণমূলের?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement