হোম /খবর /দক্ষিণবঙ্গ /
চমকে দিলেন অভিষেক...! 'যে কুমিরকে খাল কেটে এনেছিলাম...' CBI-পর্ব সেরে বলে দিলেন

Abhishek Banerjee: চমকে দিলেন অভিষেক...! 'যে কুমিরকে খাল কেটে এনেছিলাম, সে...' CBI-পর্ব সেরে মুখ খুলতেই যা বলে দিলেন

বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

CBI - জিজ্ঞাসাবাদ পর্ব শেষে ফের নবজোয়ারে ফিরেই একের পর এক বিস্ফোরক আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাঁঝালো নিশানায় বিরোধীদের বিঁধলেন বাঁকুড়ায়।

  • Share this:

বাঁকুড়া: CBI – জিজ্ঞাসাবাদ পর্ব শেষে ফের নবজোয়ারে ফিরেই একের পর এক বিস্ফোরক আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় তৃণমূলের সভায় বজ্রাঘাতে মৃতদের পরিবার ও আহতদের সঙ্গে এদিন দেখা করেন তিনি। সহমর্মিতা জানিয়ে পাশে থাকার আশ্বাসও দেন। এরপরেই এদিনের সভা থেকে তোপের তির চালান তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

আগামী পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে দলীয় নেতাদের সতর্ক করে বার্তা দেন অভিষেক। এদিন তিনি বলেন, “বাঁকুড়ার এই গরমে মানুষ বেরিয়ে আসছেন। যে কুমিরকে খাল কেটে এনেছিলাম, সেই খাল দিয়ে তাঁকে বিদায় দেবেন বলেই বেরিয়ে আসছেন। আমায় দেখতে নয়। এই জেলার সংগঠন আমাদের তুলনামূলক ভাবে দুর্বল। পাশের পূর্ব বর্ধমানে ১৬তে ১৬ হচ্ছে৷ আর বাঁকুড়ায় ১২তে চার হচ্ছে। এটার কারণ আমাদের ব্যর্থতা। ১২০০ থেকে এগারো হাজার ভোটে আমরা হেরেছি। কে কত বড় নেতা। বুথের ফল দেখেই বুঝে যাব৷”

আরও পড়ুন: হঠাৎ কাদের ‘সন্ধানে’ পার্থ চট্টোপাধ্যায়…? দল নিয়ে ফের বিস্ফোরক! মন্তব্যে তুমুল শোরগোল

আরও পড়ুন: ‘আমার বয়স ৩৬, ওনার বয়স ৭২…’ বাঁকুড়ায় ‘বিস্ফোরক’ অভিষেক! সোনামুখীতে দাঁড়িয়ে কাকে চ্যালেঞ্জ? ‘১০ বছর’ তোপে তোলপাড়

স্থানীয় নেতাদের উদ্দেশ্যে অভিষেক আরও বলেন “২৬ দিন ধরে হাজার হাজার লোকের সঙ্গে কথা বলেছি৷ বিভিন্ন জায়গায় গিয়েছি৷ তাতে আমি বুঝতে পেরেছি, মানুষ জানে না, কে টাকা দেয়৷ আমাদের বোঝাতে হবে, কেন্দ্র ৬০% টাকা দেয়। রাজ্য ৪০% টাকা দেয়। কার ভোট কোথায় যাবে তা আমাদের মাথা ব্যথা নয়। মানুষ ভোট দিচ্ছে এটা মাথায় রাখুন।”

বাম-বিজেপি জোট নিয়ে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সিপিএম নিজেই জিততে পারে না, সে আবার ভোট ট্রান্সফার কী করবে? তবে ২০১৯ সালে বামেদের অনেকেই বিজেপিকে ভোট দিয়েছিল।” বিরোধীদের কটাক্ষ করে অভিষেক আরও বলেন, “লক্ষ্মীর ভান্ডার দিলে বাংলায়, বাম-কংগ্রেস বলত ভিক্ষা দিচ্ছে। আর এখন কর্ণাটকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম অনুসরণ করছেন৷ বাংলায় ভিক্ষা হলে, কি ওখানে ভগবানের প্রসাদ? ক্ষমতায় তো অনেক দিন ছিলেন ৩৭ হাজার কোটি টাকার ভিক্ষা দিন। যাঁদের দেড় লক্ষ ভোটে জিতিয়েছেন, তাঁদের ৩ লক্ষ ভোটে হারান। আর যাঁদের ৭০ হাজার ভোটে জিতিয়েছেন তাঁদের দু লক্ষ ভোটে হারান।”

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার টাকা…! বাংলার প্রত্যেক মহিলা পাবেন চার গুণ বেশি? জানুন বিস্তারিত

আরও পড়ুন: বাপ বাপ বলে পালাবে High Blood Sugar! চড়চড়িয়ে চড়তে থাকা ডায়াবেটিসে যখন ওষুধ ফেল, খান এই ৪ পাতার রস! মোক্ষম..

প্রসঙ্গত, জনসংযোগ কর্মসূচিতে তখন বাঁকুড়াতেই ছিলেন অভিষেক। সেই সময় গত শুক্রবার কুন্তল ঘোষ চিঠি মামলায় কলকাতায় তাঁর বাড়িতে নোটিশ পাঠায় সিবিআই। পরদিন, শনিবারই কলকাতায় নিজাম প্যালেস হাজিরা দিতে বলা হয় অভিষেককে। সেদিনই নবজোয়ার স্থগিত রেখে সভা থামিয়ে কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট দিনে হাজিরা দেন সিবিআই দফতরে। চলে ঘণ্টা নয়েকের লম্বা জিজ্ঞাসাবাদ পর্ব। কিন্তু তারপরেই আশ্বাস মতো ফের জনজোয়ারে ফিরেই আক্রমণ কয়েক ডিগ্রি বাড়িয়ে দিলেন অভিষেক।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Abhishek Banerjee, BJP, TMC