কলকাতা: ফের মুখ খুললেন নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ ফের তাঁর মন্তব্যে পার্থ চট্টোপাধ্যায় বোঝালেন দল তার পাশে নেই। আদালতের পথে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ পার্থর। যা ঘিরে তোলপাড় পড়েছে রাজ্য রাজনীতিতে।
এদিন ফের নিজের উষ্মা প্রকাশ করেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি ৩০০ দিনের বেশি বিনা বিচারে আটকে আছি, সেটা নিয়ে বলুন’। তিনি এরপরে বলেন, “যারা বন্দী মুক্তি আন্দোলন করে তারা কোথায় তাদের আমি খুঁজে বেড়াচ্ছি। কারণ ৩০০ দিন বিনা বিচারে জেলে রয়েছি।”
আরও পড়ুন: মদনের সুরে শতাব্দী…? বিস্ফোরক তৃণমূল সাংসদ! যা বললেন রামপুরহাটে তোলপাড়
নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুর সি জে এম আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিআইয়ের তলব নিয়ে প্রশ্ন করা হলে সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রাক্তন মন্ত্রী।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই রবীন্দ্রজয়ন্তীর আগের দিন নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল কবিগুরুর-কবিতা। সেই সময়ও আদালতে তোলার সময়, পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে উঠেছিল চোর স্লোগান। সেই সময় ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের ‘বিম্ববতী’ কবিতার পংক্তি আওড়ান পার্থ।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার টাকা…! বাংলার প্রত্যেক মহিলা পাবেন চার গুণ বেশি? জানুন বিস্তারিত
পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমি শুধু একটা কবিতার লাইন বলি। মসী লেপি দিল তবুও ঢাকিল না ছবি/ অগ্নি দিল তবু গলিল না সোনা।’ এই পংক্তির মাধ্যমে কার কথা বোঝাতে চাইলেন তিনি? তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে যায়। এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকেও একাধিক প্রশংসায় ভরিয়ে দেন পার্থ।
শঙ্কু সাঁতরা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Partha Chatterjee, Recruitment Scam, Scam