Partha Chatterjee || Scam: হঠাৎ কাদের 'সন্ধানে' পার্থ চট্টোপাধ্যায়...? দল নিয়ে ফের বিস্ফোরক! মন্তব্যে তুমুল শোরগোল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Partha Chatterjee || Scam: ফের মুখ খুললেন নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ ফের তাঁর মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ পার্থর।
কলকাতা: ফের মুখ খুললেন নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ ফের তাঁর মন্তব্যে পার্থ চট্টোপাধ্যায় বোঝালেন দল তার পাশে নেই। আদালতের পথে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ পার্থর। যা ঘিরে তোলপাড় পড়েছে রাজ্য রাজনীতিতে।
এদিন ফের নিজের উষ্মা প্রকাশ করেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি ৩০০ দিনের বেশি বিনা বিচারে আটকে আছি, সেটা নিয়ে বলুন’। তিনি এরপরে বলেন, “যারা বন্দী মুক্তি আন্দোলন করে তারা কোথায় তাদের আমি খুঁজে বেড়াচ্ছি। কারণ ৩০০ দিন বিনা বিচারে জেলে রয়েছি।”
advertisement
advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুর সি জে এম আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিআইয়ের তলব নিয়ে প্রশ্ন করা হলে সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রাক্তন মন্ত্রী।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই রবীন্দ্রজয়ন্তীর আগের দিন নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল কবিগুরুর-কবিতা। সেই সময়ও আদালতে তোলার সময়, পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে উঠেছিল চোর স্লোগান। সেই সময় ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের ‘বিম্ববতী’ কবিতার পংক্তি আওড়ান পার্থ।
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার টাকা…! বাংলার প্রত্যেক মহিলা পাবেন চার গুণ বেশি? জানুন বিস্তারিত
পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমি শুধু একটা কবিতার লাইন বলি। মসী লেপি দিল তবুও ঢাকিল না ছবি/ অগ্নি দিল তবু গলিল না সোনা।’ এই পংক্তির মাধ্যমে কার কথা বোঝাতে চাইলেন তিনি? তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে যায়। এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকেও একাধিক প্রশংসায় ভরিয়ে দেন পার্থ।
advertisement
শঙ্কু সাঁতরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 8:31 PM IST