Abhishek Banerjee: 'আমার বয়স ৩৬, ওনার বয়স ৭২...' বাঁকুড়ায় 'বিস্ফোরক' অভিষেক! সোনামুখীতে দাঁড়িয়ে কাকে চ্যালেঞ্জ? '১০ বছর' তোপে তোলপাড়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee: সিবিআই তলব-পর্ব শেষে নবজোয়ার যাত্রায় ফিরেই জ্বলে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড সোমবার সোনামুখীর সভায় একের পর এক তোপ দাগলেন বিজেপি তথা কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে।
বাঁকুড়া: সিবিআই তলব-পর্ব শেষে নবজোয়ার যাত্রায় ফিরেই জ্বলে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড সোমবার সোনামুখীর সভায় একের পর এক তোপ দাগলেন বিজেপি তথা কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে। এদিন অভিষেকের রোড শো-তে তাঁকে দেখতে উপচে পড়েছিল ভিড়। সেই জনপ্লাবন দেখে আক্ষরিক অর্থেই কার্যত আবেগে ভাসলেন অভিষেক।
এদিন অভিষেক বলেন, “আজ ২৬ দিন। অনেকে ভেবেছিল পারব না৷ ইডি, সিবিআই লাগাতে গিয়ে হিতে বিপরীত হয়েছে। যা লোক হচ্ছিল তার তিনগুণ হচ্ছে। বাঁকুড়ার এই গরমে মানুষ বেরিয়ে আসছেন। আমি তিনদিন স্থগিত করেছিলাম। আজ সেখানেই অধিবেশন করছি। এই জেলার সংগঠন আমাদের তুলনামূলক ভাবে দুর্বল।”
advertisement
advertisement
এখানেই শেষ নয় নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, “কেউ ভাবেনি ১০ বছর আগে মোদি প্রধানমন্ত্রী হবেন৷ ১০ বছর পরে কি হবে কেউ জানে? ইডি, সিবিআই লাগাক আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আমার বয়স ৩৬, ওনার বয়স ৭২৷ আমার ডাবল বয়স। ইডি, সিবিআই লাগিয়ে লড়াই না করে, জনতার মাঝে এসে লড়াই করুন৷ ইডি, সিবিআই লাগিয়ে বাংলার টাকা বন্ধ করে কী হবে?”
advertisement
বিজেপিকে তুমুল কটাক্ষ শানিয়ে অভিষেকের আক্রমণ, “সোনামুখীতে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম, ক্ষমতা থাকলে সিবিআই গ্রেফতার করুক৷ বুক চিতিয়ে ঢুকেছি, বুক চিতিয়ে বেরিয়েছি। আগামীদিন যত ইডি, সিবিআই লাগবে, তত আন্দোলন বাড়বে। ৯ ঘন্টা পর বেরিয়ে আসায় ওরা ফুস। যা ক্ষমতা প্রয়োগ করার করুন। আমাদের কি ‘গদ্দার’ ভাবছেন? মেরুদণ্ড সোজা রেখে কথা বলি। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে৷” আগাগোড়াই এদিন বিজেপির বিরুদ্ধে তুমুল আক্রমণাত্মক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
প্রসঙ্গত, বাঁকুড়ায় তাঁর জনসংযোগ কর্মসূচি চলাকালীন শুক্রবারই ইডির সমন পান তৃণমূল সাংসদ তথা দলের সেকেন্ড ইন কম্যান্ড। কুন্তল ঘোষ চিঠি মামলায় কলকাতায় তাঁর বাড়িতে নোটিশ পাঠায় সিবিআই। পরদিন, শনিবারই কলকাতায় নিজাম প্যালেস হাজিরা দিতে বলা হয় তৃণমূলের সর্বভারতীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। সেদিনই নবজোয়ার থামিয়ে কলকাতায় ফেরেন অভিষেক। নির্দিষ্ট দিনে হাজিরা দেন সিবিআই দফতরে। টানা ৯ ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 7:01 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: 'আমার বয়স ৩৬, ওনার বয়স ৭২...' বাঁকুড়ায় 'বিস্ফোরক' অভিষেক! সোনামুখীতে দাঁড়িয়ে কাকে চ্যালেঞ্জ? '১০ বছর' তোপে তোলপাড়