জাস্টিস রাধাবিনোদ পালের নামে হল রাস্তা, বিদেশ থেকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন অভিষেক, নাম পাল্টাল কোন রাস্তা?

Last Updated:

Abhishek Banerjee: অপারেশন সিঁদুরের পরে, বহুদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসাবে জাপান সফরে গিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে টোকিয়োতে প্রয়াত প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: অপারেশন সিঁদুরের পরে, বহুদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসাবে জাপান সফরে গিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে টোকিয়োতে প্রয়াত প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তিনি।
অভিষেকের এই কাজে খুশি হয়েছিলেন রাধাবিনোদ পালের পরিবারের সদস্যরা। রাধাবিনোদ পালের পৌত্র সুধীবিনোদ পাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেই খবর। আর স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালে রাজ্য সরকার কথা দিয়েছিল রাধাবিনোদ পালের নামে উত্তর কলকাতায় কোনও একটি রাস্তার নামকরণ হবে। কিন্তু এখনও সেটা হয়নি।
advertisement
advertisement
এই বিষয়টি চোখে পড়তেই অভিষেক বিদেশ সফর থেকে ফিরেই রাধাবিনোদ পালের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানা যায়। এমনকী যাতে রাস্তার নামকরণ হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও কথা বলবেন বলেও জানা গিয়েছিল। অবশেষে সেই কাজ সম্পন্ন হল। কলকাতার এক রাস্তার নামকরণ হল জাস্টিস রাধাবিনোদ পালের নামে।
advertisement
*অভিষেক বন্দ্যোপাধ্যায় টোকিও-তে থাকাকালীন যে আবেদন এসেছিল, সেই আবেদনকে রূপ দিলেন কলকাতায় শ্রদ্ধাঞ্জলি দিয়ে। জাস্টিস রাধাবিনোদ পাল সরণি বাস্তবায়িত হল। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে তারা রক্ষা করছে মণীষীদের। টোকিওর এক স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মুহূর্ত থেকে কলকাতার জনবহুল রাস্তা— সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত তাঁর কথা রাখলেন।
advertisement
২৩ মে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বক্ষেত্রে ভারতের প্রচারের জন্য গঠিত সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে জাপান সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় টোকিওতে বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। সেই সময় বিচারপতির নাতি আবেগঘন আবেদন করেন — তাঁর দাদুর স্মৃতিকে সম্মান জানাতে কলকাতার একটি রাস্তার নামকরণ করা হোক, যেখানে তিনি ৩৫ বছর ধরে বসবাস করেছিলেন।
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবল সেই আবেদন শোনেননি, সেই সঙ্গে তিনি দায়িত্বও নিয়েছেন। তাঁর উদ্যোগে কলকাতা পুরসভা এসপ্ল্যানেড রো ওয়েস্টের নাম পরিবর্তন করে এখন করেছে ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। ফলে এক আন্তরিক আবেদনের রূপান্তর ঘটল বাংলার অন্যতম সাহসী আইনজ্ঞের প্রতি স্থায়ী স্বীকৃতিতে।
advertisement
তৃণমূল নেতৃত্বের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন— বিদেশের মাটিতে গৃহীত অর্থবহ উদ্যোগ দেশের মাটিতে স্থায়ী পরিবর্তনে রূপ নিতে পারে সদর্থক ইচ্ছে থেকেই এবং প্রকৃত নেতারা শুধু প্রতিশ্রুতি দেন না, তারা প্রতিশ্রুতি পালনও করেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জাস্টিস রাধাবিনোদ পালের নামে হল রাস্তা, বিদেশ থেকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন অভিষেক, নাম পাল্টাল কোন রাস্তা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement