Abhishek Banerjee | Kolkata High Court | Supreme Court: জিজ্ঞাসাবাদ করতে পারবে ED-CBI, হয়েছে ২৫ লাখ জরিমানাও, এ বার এনিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২৮ এপ্রিল এজলাস বদল হয় অভিষেক মামলার৷ বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে এই চিঠি মামলার শুনানি৷ এখানেও আদালতের পূর্ববর্তী নির্দেশ খারিজ করার আবেদন জানান অভিষেকের আইনজীবী৷
কলকাতা: কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানাও দিতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার দুর্গাপুরের ক্যাম্প থেকে আইনজীবীদের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছেন তিনি। অর্ডার কপি হাতে পেলেই দ্রুত সুপ্রিম কোর্টে দায়ের হবে মামলা।
গত ২৯ মার্চ কলকাতার শহিদ মিনারে ছাত্র এবং যুব তৃণমূলের এক সমাবেশে অভিষেক দাবি করেছিলেন, মদন মিত্র এবং কুণাল ঘোষের মতো নেতারা যখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে ছিলেন, তখন তাঁদের অভিষেকের নাম নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে, তার পর দিনই কুন্তলকে আদালতে পেশ করা হয় এবং আদালতে ঢোকার মুখে কুন্তল দাবি করেন, নিয়োগ মামলায় অভিষেকের নাম বলানোর চেষ্টা হচ্ছে তাঁকে দিয়ে। সিবিআই এবং ইডি তাঁর উপর এর জন্য ‘চাপ’ সৃষ্টি করছে বলে থানায় চিঠি ও দিয়েছিলেন কুন্তল।
advertisement
আরও পড়ুন: সনিয়ার কথা ফেলতে পারলেন না শিবকুমার, জটিলতার অবসান, সিদ্দারামাইয়াই হচ্ছেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী
পরে কুন্তলের এই দাবি এবং চিঠি সংক্রান্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠলে তিনি বলেছিলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জনের একই ধরনের দাবি কাকতালীয় হতে পারে না। এই মামলায় তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি বলেছিলেন, দরকারে অভিষেককেও জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। এর পরেই এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদের আইনজীবী৷
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২৮ এপ্রিল এজলাস বদল হয় অভিষেক মামলার৷ বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে এই চিঠি মামলার শুনানি৷ এখানেও আদালতের পূর্ববর্তী নির্দেশ খারিজ করার আবেদন জানান অভিষেকের আইনজীবী৷
আরও পড়ুন: কুন্তলের চিঠি মামলার শুনানি, অভিষেক-তলবে কী সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্টে জোর সওয়াল-জবাব
বৃহস্পতিবার সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। জানান, তদন্তের স্বার্থে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি-সিবিআই৷ পাশাপাশি, আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক এবং কুন্তল দুজনেরই ২৫ লক্ষ টাকা করে জরিমানা হয়৷ কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের বিরোধিতা করেই এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 18, 2023 1:12 PM IST