Abhishek Banerjee: দিদির পরে এবার আসছে ‘অভিষেকের দূত’! পুজোর আগে নতুন চমক তৃণমূলের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
তাঁদের জন্য পিঠে ‘অভিষেকের দূত’ লেখা বিশেষ পোশাকও তৈরি করা হচ্ছে। ওই পোশাক পরেই রাস্তায় থাকবেন যুব তৃণমূলের কর্মীরা। আগামিকাল থেকেই শুরু হতে চলেছে এই কর্মসূচি৷
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে চালু হয়েছিল ‘দিদির দূত’ কর্মসূচি৷ এবার ‘দিদির দূতে’র পরে চালু হতে চলেছে ‘অভিষেকের দূত’। সূত্রের খবর, হাওড়া জেলা থেকেই এই কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল সূত্রের খবর, শহরের প্রতিটি ওয়ার্ডে ও গ্রামীণ এলাকায় প্রতিটি পঞ্চায়েতে যুব তৃণমূল কর্মীদের নিয়ে এই কাজে ‘ডেডিকেটেড টিম’ তৈরি করা হবে। তাঁদের জন্য পিঠে ‘অভিষেকের দূত’ লেখা বিশেষ পোশাকও তৈরি করা হচ্ছে। ওই পোশাক পরেই রাস্তায় থাকবেন যুব তৃণমূলের কর্মীরা। আগামিকাল থেকেই শুরু হতে চলেছে এই কর্মসূচি৷
আরও পড়ুন: শুভেন্দুর অভিযোগে বেজায় বিপাকে রাজীবা সিনহা! জারি হল আদালত অবমাননার রুল
হাওড়া জেলা (সদর) যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র বলেন, ‘‘উৎসবের দিনগুলোয় বহু মানুষ রাস্তায় বের হন। এইসময় তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। প্রতিটি এলাকায় যুব তৃণমূলের কর্মীরা মানুষকে সাহায্য করার জন্য রাস্তায় থাকবেন।’’
advertisement
advertisement
তিনি জানান, পুজোর সময় বিভিন্ন রাস্তার মোড়ে দলের যুবকর্মীরা ক্যাম্প করে বসবেন। মানুষের যে কোনও সমস্যায় সবসময় পাশে থাকবেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 13, 2023 3:36 PM IST