Israel-Hamas: ‘অন্তঃসত্ত্বার পেট ফালা করে গর্ভস্থ শিশুকে বার বার কোপ!’, ইজরায়েলের নৃশংস অভিজ্ঞতা শুনলে গা গুলিয়ে আসে

Last Updated:

এখানেই শেষ নয়, সিডরুটের রাস্তায় যত্রতত্র পড়েছিল অসংখ্য নারীর দেহ৷ সেই দেহ গুলো এমন ভাবে রাখা ছিল, যা দেখেই বোঝা যাচ্ছিল যে তাঁদের খুন করার আগে নৃশংস ভাবে ধর্ষণ করা হয়েছে৷ হাত পিছনে বেঁধে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে কয়েকশো মানুষকে৷ অথবা, পুড়িয়ে মারা হয়েছে জীবন্ত৷ মৃতদের মধ্যে ২০ জন শিশুও ছিল৷

ইজরয়েল: নাম ইয়োসি লানডাউ৷ পেশা, মৃতদেহ উদ্ধার ও সৎকার৷ ইজরায়েল-প্যালেস্টাইনের দীর্ঘ হিংস্র সংঘর্ষে তিনিও দেখেননি এমন নৃশংস মৃত্যু৷ ইজরালের দক্ষিণে, গাজা স্ট্রিপ সংলগ্ন ইজরায়েলি অংশে হামাস জঙ্গি গোষ্ঠী গত ছ’দিনে যে হত্যালীলা চালিয়েছে, তার নির্মমতা অবর্ণনীয়৷ এর মধ্যেই সামনে এসেছে সেই বীভৎস দৃশ্য৷ মেয়েটার পেটটা ফালা করে কাটা৷ পেটের ভিতরে তখনও তাঁর গর্ভস্থ শিশু নাড়ির সঙ্গে জড়িয়ে৷ সেখানেই সেই শিশুকে কুপিয়ে খুন করেছে হামাস জঙ্গিরা৷
সম্প্রতি সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইয়োসি তাঁর গত কয়েকদিনের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ‘‘সিডরুটের কাছে এক মহিলার দেহ দেখতে পাই৷ বাচ্চাটা তখনও মেয়েটির পেটে৷ নাড়ির সঙ্গে লেগে রয়েছে৷ মহিলাকে খুন করে, তার পেট ফালা ফালা করে গর্ভস্থ সেই শিশুটিকেও কুপিয়েছে হামাস জঙ্গিরা৷’’
আরও খবর: IOC-র ১৪১ তম অধিবেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রস্তুতি সারছে জিও ওয়ার্ল্ড সেন্টার
এখানেই শেষ নয়, সিডরুটের রাস্তায় যত্রতত্র পড়েছিল অসংখ্য নারীর দেহ৷ সেই দেহ গুলো এমন ভাবে রাখা ছিল, যা দেখেই বোঝা যাচ্ছিল যে তাঁদের খুন করার আগে নৃশংস ভাবে ধর্ষণ করা হয়েছে৷ হাত পিছনে বেঁধে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে কয়েকশো মানুষকে৷ অথবা, পুড়িয়ে মারা হয়েছে জীবন্ত৷ মৃতদের মধ্যে ২০ জন শিশুও ছিল৷
advertisement
advertisement
advertisement
হামলার পরে উত্তর গাজার নিকটবর্তী আশোদে যাচ্ছিলেন উদ্ধারকারী দলের সদস্যেরা৷ স্থানীয় পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সেই দলেরই এক সদস্য বলেন, ‘‘গাড়িগুলো সব উল্টে পড়েছিল৷ রাস্তায় ছিন্নভিন্ন দেহ৷ যে রাস্তাটা যেতে মাত্র ১৫ মিনিট হয়ত সময় লাগার কথা, সেই রাস্তা পেরতে আমাদের সময় লেগেছিল ১১ ঘণ্টা৷ কারণ, আমরা রাস্তার দু’ধার থেকে প্রত্যেকটা মৃতদেহ কুড়োচ্ছিলাম৷ তারপর বরে নিচ্ছিলাম প্যাকেটে৷ কিন্তু, ওই অন্তঃসত্ত্বা মহিলাকে দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি৷ শুধু আমি নয়৷ আমার দলের কেউ-ই পারিনি৷’’
advertisement
আরও খবর:রান্নাঘরে বড্ড বেড়েছে ইঁদুরের উৎপাত? সামান্য বেলুনেই হবে কিস্তিমাত, ঠিক এই ভাবে
ইয়োসি জানান, তিনি ও তাঁর সঙ্গীরা গত কয়েক দশক ধরে ইজরায়েলে মৃতদেহ উদ্ধারের কাজ করছেন৷ কিন্তু, এবারের নৃশংসায় তাঁরা রীতিমতো ব্রেকিং পয়েন্টে পৌঁছে গিয়েছেন৷
ইজরায়েলের দক্ষিণে সিডরুট ও অ্যাশকেলন গাজা স্ট্রিপের সীমান্ত সংলগ্ন শহর৷ গত ৭ অক্টোবর সেখানে হামলা চালায় হামাসের সশস্ত্র বাহিনী৷ বোমা-গুলির পাশাপাশি, ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপ, ধর্ষণকে হাতিয়ার করে কার্যত ছিন্নভিন্ন করে দেয় গোটা এলাকাকে৷ গত ছ’দিনে হামাসের আক্রামণে প্রায় ১২০০ ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel-Hamas: ‘অন্তঃসত্ত্বার পেট ফালা করে গর্ভস্থ শিশুকে বার বার কোপ!’, ইজরায়েলের নৃশংস অভিজ্ঞতা শুনলে গা গুলিয়ে আসে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement