Suvendu Adhikari: শুভেন্দুর অভিযোগে বেজায় বিপাকে রাজীব সিনহা! পঞ্চায়েত নিয়ে আদালত অবমাননার রুল জারি

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জেলাস্তরে সুনির্দিষ্ট পদ্ধতিতে বাহিনী নিয়োগ এবং সর্বোপরি সুষ্ঠু ভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচলনা করার জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে বারবার নির্দেশ দিতে দেখা গিয়েছিল আদালতকে৷

কলকাতা: হাইকোর্টে বড়সড় ধাক্কা রাজীব সিনহার। তাঁর বিরুদ্ধে এবার আদালত অবমাননার রুল জারি করল হাইকোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সাম্প্রতিক সময়ে আদালতের এই নির্দেশ নজিরবিহীন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
পঞ্চায়েত নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জেলাস্তরে সুনির্দিষ্ট পদ্ধতিতে বাহিনী নিয়োগ এবং সর্বোপরি সুষ্ঠু ভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচলনা করার জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে বারবার নির্দেশ দিতে দেখা গিয়েছিল আদালতকে৷
advertisement
আরও খবর:‘অন্তঃসত্ত্বার পেট ফালা করে গর্ভস্থ শিশুকে বার বার কোপ!’, ইজরায়েলের নৃশংস অভিজ্ঞতা শুনলে গা গুলিয়ে আসে
কিন্তু, ভোটগ্রহণ পর্ব থেকে ভোটগণনা পর্ব পর্যন্ত রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় হিংসা এবং অশান্তির অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ আদালতের দ্বারস্থও হন৷ তিনি আদালতে দাবি করেন, হিংসা নিয়ে কার্যত কোনও ব্যবস্থাই নেননি নির্বাচন কমিশনার৷ বিষয়টি কার্যত আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেন শুভেন্দু৷
advertisement
শুক্রবার শুভেন্দু অধিকারীর আদালত অবমাননার অভিযোগকে মান্যতা দিল হাইকোর্ট। আগামী ২৪ নভেম্বর হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি৷ ওই দিন আদালতে হাজির হয়ে বিষয়টির ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজীব সিনহাকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: শুভেন্দুর অভিযোগে বেজায় বিপাকে রাজীব সিনহা! পঞ্চায়েত নিয়ে আদালত অবমাননার রুল জারি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement