Kolkata High Court: যোগ্যতায় প্রশ্ন তুলে সরিয়েছিলেন, তিনিই ফেরালেন! আদালতে বড় জয় ইডি-র
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
এদিনের শুনানি চলাকালীন, ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন ইডি ডিরেক্টর নবীন কুমার৷ তাঁর ব্যাখাতেই হাইকোর্ট নির্দেশ ফিরিয়ে নেয় বলে সূত্রের খবর।
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় জয় পেল ইডি৷ তদন্তকারী অফিসার বদলের নির্দেশ ফিরিয়ে নিল হাইকোর্ট। আপাতত বদল হচ্ছে না তদন্তকারী অফিসার। মিথিলেশ কুমার মিশ্রকেই ফের আইও দায়িত্ব দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
এদিনের শুনানি চলাকালীন, ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন ইডি ডিরেক্টর নবীন কুমার৷ তাঁর ব্যাখাতেই হাইকোর্ট নির্দেশ ফিরিয়ে নেয় বলে সূত্রের খবর।
গত ২৯ সেপ্টেম্বর মিথিলেশ কুমার মিশ্রকে তদন্তে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার আইও অর্থাৎ, তদন্তকারী আধিকারিক পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল মুকেশ কুমারকে।
advertisement
advertisement
আরও খবর: IOC-র ১৪১ তম অধিবেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রস্তুতি সারছে জিও ওয়ার্ল্ড সেন্টার
ইডি যে রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছিল আদালতে, সেই অনুরোধ মঞ্জুর করেলন বিচারপতি সিংহ। সঙ্গে জানিয়ে দিলেন, রাজ্যের সব মামলায় তদন্ত করতে পারবেন মিথিলেশ কুমার মিশ্র। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে অংশ নিয়েছিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর। তিনি জানান, মিথিলেশ দক্ষ অফিসার। তিনি সঠিক ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 13, 2023 2:21 PM IST