Abhishek Banerjee reply to Abhijit Ganguly: 'মুখ ফস্কে সত্যিটা বলে ফেলেছেন!' অভিজিতকে জবাব, কোন সত্যির কথা বললেন অভিষেক?

Last Updated:

রাজনীতিতে পা দেওয়ার ঘোষণা করেই এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তাঁকে তীব্র আক্রমণ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: রাজনীতিতে পা দিয়েই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না করে তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন৷ দাবি করেছেন, ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ লক্ষ ভোটে হারিয়ে দেখিয়ে দেবেন তিনি৷ শুধু তাই নয়, নাম না করে অভিষেককে তালপাতার সেপাই বলেও কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
ভোটের ময়দানে তাঁকে হারানোর হুঁশিয়ারি নিয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও, এ দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের শীর্ষ নেতা বলেন, আমি আগেও বলেছি, গণতান্ত্রিক দেশে যে কোনও মানুষই যে কোনও জায়গা থেকে ভোটে দাঁড়াতে পারেন৷ সেই অধিকার সবার আছে৷ কিন্তু আজকে দু-তিনটে বিষয়  আমার আমার খুব ইন্টারেস্টিং লেগেছে৷ বিজেপি নেতারা কেউ আমার নাম নেন না৷ ভাব বাচ্যে কথা বলেন৷ প্রাক্তন বিচারপতিও আজকে তাই করেছেন৷
advertisement
advertisement
এর পাশাপাশি, বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশগুলির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক৷ তিনি বলেন, ‘উনি হয়তো নিজের অজান্তেই মুখ ফস্কে একটা সত্যি কথা বলে ফেলেছেন৷ কিন্তু উনি স্বীকার করে নিয়েছেন যে উনি বিজেপির কাছে গিয়েছিলেন, বিজেপিও ওনার কাছে এসেছিল৷ অর্থাৎ বিচারপতি থাকাকালীন যখন উনি বিভিন্ন মামলার শুনানি করেছেন, তখন বিজেপি এবং ওনার মধ্যে যে যোগাযোগ ছিল সেই সত্যিটা উনি স্বীকার করে নিয়েছেন৷ বাকিটা আমি বাংলার মানুষের উপরে ছেড়ে দিলাম৷’
advertisement
রাজনীতিতে পা দেওয়ার ঘোষণা করেই এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তাঁকে তীব্র আক্রমণ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন, ‘একটা লোক আছে তালপাতার সেপাই৷ তাঁকে তাঁর দলের সবাই সেনাপতি বলে ডাকে৷ তাঁর খুড়তুতো শ্বশুরের অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল৷ তাঁকে ব্যবহার করে এই নারদা কাণ্ড করানো হয়েছিল, কোনও স্টিং অপারেশন হয়নি৷ জানি না তিনি কোন যুদ্ধে জিতেছেন৷ সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চেয়েছিলেন৷ তখন নিজের দলের সিনিয়র নেতাদের বদনাম করতেই তিনি এসব করিয়েছিলেন৷ কোনও স্টিং অপারেশন হয়নি৷ কেউ কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনও সেই তালপাতার সেপাইকেই সেনাপতি বলে ডাকছেন৷’
advertisement
তাঁকে বিজেপি অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করলে তিনি রাজি হবেন কি না, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরাসরি অভিষেককে চ্যালেঞ্জ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ভয়ে কি পালিয়ে যাবো? আমি দেখিয়ে দেব তাঁর দুর্বত্ত দলকে কীভাবে মোকাবিলা করতে হয়৷ ডায়মন্ড হারবারে সেই দুর্বৃত্ত দলের মোকাবিলা করেই আমি তাঁকে লক্ষ লক্ষ ভোটে হারিয়ে দেখিয়ে দেবো৷’
advertisement
সম্ভবত আগামী বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ দল তাঁকে প্রার্থী করলে তিনি ভোটে লড়তেও প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন প্রাক্তন বিচারপতি৷ যদিও সূত্রের খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সম্ভবত তমলুক থেকে প্রার্থী করার কথা ভেবে রেখেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee reply to Abhijit Ganguly: 'মুখ ফস্কে সত্যিটা বলে ফেলেছেন!' অভিজিতকে জবাব, কোন সত্যির কথা বললেন অভিষেক?
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement