Abhijit Ganguly: 'তৃণমূল যাত্রাপার্টি, পালার নাম মা-মাটি-মানুষ!' শাসক দল ভাঙছে, দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ অভিষেকের নাম না করে তাঁকে তালপাতার সেপাই বলে কটাক্ষ করেছেন৷
কলকাতা: তৃণমূল কংগ্রেসকে তিনি কোনও রাজনৈতিক দল বলেই মনে করেন না৷ রাজনীতিতে পা দিয়েই এই ভাবে শাসক দলকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ কটাক্ষের সুরে তৃণমূলকে যাত্রা পালার সঙ্গে তুলনাও করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ মা-মাটি-মানুষ তৃণমূলের যাত্রাপালার নাম বলেও কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি যে বিজেপিতেই যোগ দিচ্ছেন এ দিন তা স্পষ্ট করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এর পাশাপাশি শাসক দলকেও প্রত্যাশিত ভাবেই তীব্র আক্রমণ শানিয়েছেন প্রাক্তন বিচারপতি৷ এমন কি, তৃণমূল ভিতর থেকে ভাঙতে শুরু করেছে বলেও দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
আরও পড়ুন: ‘তালপাতার সেঁপাই’ বলে কটাক্ষ, ডায়মন্ড হারবারে অভিষেককে লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ অভিজিতের
advertisement
advertisement
শাসক দলকে আক্রমণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এই রাজ্যে তৃণমূল বলে যে দলটি আছে সেটি দুষ্কৃতীদের দল৷ একটা যাত্রা পার্টি৷ তাদের যাত্রা পালার নাম হচ্ছে মা-মাটি-মানুষ৷ দলটা তো সম্পূর্ণ দুর্নীতিগ্রস্তদের নিয়ে তবে তৃণমূলে কিছু ভাল মানুষ তো আছেনই৷ তাঁরা ভুল করে সেখানে ঢুকে পড়েছেন, এখন আর বেরোতে পারছেন না৷’
একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, ‘আমার মনে হচ্ছে তৃণমূল ভিতর থেকে ভাঙতে শুরু করেছে৷ ২০০৯-এ সিপিএমের যে অবস্থা হয়েছিল, এবার তৃণমূলের অবস্থা তাই হবে৷ ২০২৬-এ এই দলটা থাকবে কি না আমি নিশ্চিত নই৷’
advertisement
অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ দিন দাবি করেছেন, তিনি বিচারপতির পদে থাকার সময়ই যেভাবে শাসক দলের নেতারা তাঁকে অপমান করেছেন, তাতেই তিনি বিচারপতির পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন৷ প্রাক্তন বিচারপতি বলেন, ‘এই যে আমি কয়েকমাস আগে চাকরি ছেড়ে দিলাম, এতে আমার বিরাট আর্থিক ক্ষতি হবে৷ যা পেনশন পাবো তা বেতনের থেকে অনেক কম৷ তবু যেভাবে আমাকে শাসক দলের নেতারা অপমান করেছেন, গালাগাল দিয়েছেন, তাতে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি৷’
advertisement
একই সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ অভিষেকের নাম না করে তাঁকে তালপাতার সেপাই বলে কটাক্ষ করেছেন৷ দাবি করেছেন, নির্বাচনী ময়দানে ডায়মন্ড হারবার থেকে অভিষেকের মুখোমুখি হলে তৃণমূল শীর্ষ নেতাকে লক্ষ লক্ষ ভোটে হারিয়ে তিনি দেখিয়ে দেবেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2024 5:50 PM IST