Abhishek Banerjee Farm Laws: বিজেপি-র বিরুদ্ধে তীব্র কটাক্ষ! কৃষি আইন নিয়ে ট্যুইটে যা লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

Last Updated:

Abhishek Banerjee Farm Laws: কেন্দ্রের আইন প্রত্যাহারের সিদ্ধান্ত বিজেপিকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে বলেই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ এরপরেই দেশজুড়ে রাজনৈতিক থেকে অরাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে প্রতিক্রিয়ার ঝড়। এই প্রসঙ্গে ট্যুইট করে কৃষকদের সাধুবাদ দেওয়ার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণে সরব হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আন্দোলনের চাপের মুখে কেন্দ্রের আইন প্রত্যাহারের সিদ্ধান্ত বিজেপিকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে বলেই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহার নিয়ে ট্যুইট বার্তায় এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি ট্যুইটে লেখেন, 'আমাদের কৃষকদের শক্তি আরও দৃঢ় হল! তাঁদের দীর্ঘ এবং কঠিন সংগ্রাম, তাঁদের মনোবল সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাঁদের লড়াই বিজেপিকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে।'
advertisement
advertisement
advertisement
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষি আইন বাতিলের ঘোষণার পর থেকেই দেশ জুড়ে বিভিন্ন কৃষক সংগঠন থেকে শুরু করে বিরোধীদের নিশানার মুখে বিজেপি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ট্যুইট করে জানিয়েছেন, এই জয় কৃষকদের জয়। এ বার অভিষেকের কথাতেও একই সুর শোনা গেল। বিজেপি-কে কটাক্ষের পাশাপাশি কৃষকদের প্রতি টুইটে তাঁর বার্তা, 'এটি গণতন্ত্রে ভিন্নমতের আসল শক্তি প্রদর্শনের উদাহরণ এবং আমি প্রত্যেক কৃষককে তাঁদের সাহসের জন্য অভিনন্দন জানাই।'
advertisement
কৃষি আইন নিয়ে গোড়া থেকেই সরব হয়ে এসেছে তৃণমূল। বিধানসভা নির্বাচনের ভোট প্রচারেও কৃষক আন্দোলনকে তারা অস্ত্র করেছিল। দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে থেকে বার বার বার্তা পাঠিয়েছিলেন মমতা এবং অভিষেক। এখন ওই আইন প্রত্যাহৃত হওয়ার ফলে স্বাভাবিক ভাবেই তাঁরা বিজেপি-কে আক্রমণ করছেন। সরকার আইন প্রত্যাহারের কথা বললেন আন্দোলন নিয়ে ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন কৃষকরা। কৃষি আন্দোলনের নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait On Farm Law Repeal) এই বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পার্লামেন্টে যতক্ষণ না আইন বাতিল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনের পথ ছাড়বেন না তাঁরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee Farm Laws: বিজেপি-র বিরুদ্ধে তীব্র কটাক্ষ! কৃষি আইন নিয়ে ট্যুইটে যা লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement