সন্দেহজনক ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা? নামের তালিকা প্রকাশের দাবি অভিষেকের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
একই সঙ্গে অভিষেক অভিযোগ করেছেন, বহু এমন ভোটার রয়েছেন, যাঁরা জীবিত থাকা সত্ত্বেও তাঁদেরকে মৃত হিসেবে দেখানো হয়েছে৷
যত গুলি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, তার মধ্যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গেই শতাংশের নিরিখে সবথেকে কম সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে৷ শনিবার এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, রাজ্যে এক কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী বসবাস করছে বলে বিরোধী দল বিজেপি দাবি করেছিল৷
এসআইআর প্রক্রিয়ায় এরকম কত জন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা গিয়েছে, সেই তালিকা প্রকাশ করার জন্যও নির্বাচন কমিশনের কাছে দাবি করেছেন অভিষেক৷ অভিষেকের অভিযোগ, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য নয়৷ আসলে বাংলার মানুষকে হেনস্থা করতেই এসআইআর প্রক্রিয়া শুরু করা হয়েছে৷
এর পাশাপাশি অভিষেক দাবি করেছেন, লজিক্যাল ডিসক্রিপ্যান্সি রয়েছে বলে যে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন, তাঁদের নামের তালিকা প্রকাশ করুক নির্বাচন কমিশন৷ একই সঙ্গে অভিষেক প্রশ্ন তুলেছেন, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা তৈরির সঙ্গে সঙ্গে একই দিনে কীভাবে এই ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে চিহ্নিত করে ফেলল নির্বাচন কমিশন? কোন প্রক্রিয়ায় কমিশন এত অল্প সময়ের মধ্যে এই ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করল, তা প্রকাশ্যে আনার জাবি করেছেন অভিষেক৷
advertisement
advertisement
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘হয়তো কারও বাবার নামের সঙ্গে অথবা বাবার বয়সের সঙ্গে গরমিল রয়েছে৷ একদিনে এরকম ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে কোন সফটওয়্যার ব্যবহার করে চিহ্নিত করে ফেলল কমিশন? ১ কোটি ৩৬ লক্ষ কেন, ২-৩ কোটি নামও সন্দেহজনক হতে পারে৷ কিন্তু সেই নামের তালিকা তো প্রকাশ করতে হবে৷ ক্লাসের রেজাল্ট বেরিয়ে গেল, বলা হল চল্লিশ জন ফেল করেছে৷ কিন্তু কারা ফেল করেছে জানানো হবে না? আপনার কাছে কোন জাদুকাঠি আছে যে ৭ কোটি মানুষের নথি যাচাই করে একদিনের মধ্যে ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নামের গরমিল চিহ্নিত করে ফেললেন?’
advertisement
একই সঙ্গে অভিষেক অভিযোগ করেছেন, বহু এমন ভোটার রয়েছেন, যাঁরা জীবিত থাকা সত্ত্বেও তাঁদেরকে মৃত হিসেবে দেখানো হয়েছে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বর তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে তিনিও দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এই প্রশ্নগুলি তুলবেন তিনি৷ সন্দেহজনক বা লজিক্যাল ডিসক্রিপ্যানসি রয়েছে বলে যে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারদের চিহ্নিত করা হয়েছে, সেই তালিকা প্রকাশের জন্য ৩১ ডিসেম্বর কমিশনকে সময় বেঁধে দিয়ে আসবে তৃণমূল৷ কমিশন যদি তার পরেও এই সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ না করে তাহলে দিল্লিতে কমিশনের অফিস ঘেরাও করা হবে বলেও হুমকি দিয়েছেন অভিষেক৷ তিনি বলেন, বিহারে এরকম সন্দেহজনক ভোটার হিসেবে প্রথমে ২৮ লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছিল৷ তার মধ্যে সাড়ে তিন লক্ষ ভোটারের নাম পাকাপাকি ভাবে মুছে দেওয়া হয়৷ বাংলায় সেই সংখ্যাটাই একধাক্কায় ১ কোটি ৩৬ লক্ষ করে দেওয়া হয়েছে৷
advertisement
তথ্য দিয়ে এ দিন অভিষেক আরও দাবি করেন, জনসংখ্যার নিরিখে বাংলাতেই শতাংশের নিরিখে সবথেকে কম সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে৷ অভিষেক বলেন, ‘বাংলায় ১০ কোটি ৫ লক্ষ মানুষের বাস৷ সেখানে নাম বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ভোটারের৷ গুজরাতে ৭ কোটি ৩৯ লক্ষ মানুষ বাস করেন, সেখানে বাদ গিয়েছে ৭৩ লক্ষ ৭৩ হাজার নাম৷ উত্তরপ্রদেশের জনসংখ্যা ১৫ কোটি, বাদ যাচ্ছে ৪ কোটি নাম৷ তামিলনাড়ুর জনসংখ্যা ৭ কোটি ৭৫ লক্ষ, বাদ গিয়েছে ৫৭ লক্ষ ৩০ হাজার নাম৷ কেরলে জনসংখ্যা ৩ কোটি ৬২ লক্ষ, বাদ গিয়েছে ২৪ লক্ষ ৮ হাজার নাম৷ বাংলায় এসআইআর-এ ৮৯ শতাংশেরও বেশি মানুষের নাম ম্যাপিং-এ মিলেছে, তাহলে কেন আতঙ্ক তৈরি করা হল? উত্তর প্রদেশ, তামিলনাড়ু, গুজরাত, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ এমন কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও এসআইআর-এর সময় বৃদ্ধি করা হল, বাংলায় কেন করা হল না?’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 27, 2025 5:37 PM IST








