সন্দেহজনক ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা? নামের তালিকা প্রকাশের দাবি অভিষেকের

Last Updated:

একই সঙ্গে অভিষেক অভিযোগ করেছেন, বহু এমন ভোটার রয়েছেন, যাঁরা জীবিত থাকা সত্ত্বেও তাঁদেরকে মৃত হিসেবে দেখানো হয়েছে৷

তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
যত গুলি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, তার মধ্যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গেই শতাংশের নিরিখে সবথেকে কম সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে৷ শনিবার এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, রাজ্যে এক কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী বসবাস করছে বলে বিরোধী দল বিজেপি দাবি করেছিল৷
এসআইআর প্রক্রিয়ায় এরকম কত জন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা গিয়েছে, সেই তালিকা প্রকাশ করার জন্যও নির্বাচন কমিশনের কাছে দাবি করেছেন অভিষেক৷ অভিষেকের অভিযোগ, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য নয়৷ আসলে বাংলার মানুষকে হেনস্থা করতেই এসআইআর প্রক্রিয়া শুরু করা হয়েছে৷
এর পাশাপাশি অভিষেক দাবি করেছেন, লজিক্যাল ডিসক্রিপ্যান্সি রয়েছে বলে যে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন, তাঁদের নামের তালিকা প্রকাশ করুক নির্বাচন কমিশন৷ একই সঙ্গে অভিষেক প্রশ্ন তুলেছেন, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা তৈরির সঙ্গে সঙ্গে একই দিনে কীভাবে এই ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে চিহ্নিত করে ফেলল নির্বাচন কমিশন? কোন প্রক্রিয়ায় কমিশন এত অল্প সময়ের মধ্যে এই ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করল, তা প্রকাশ্যে আনার জাবি করেছেন অভিষেক৷
advertisement
advertisement
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘হয়তো কারও বাবার নামের সঙ্গে অথবা বাবার বয়সের সঙ্গে গরমিল রয়েছে৷ একদিনে এরকম ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে কোন সফটওয়্যার ব্যবহার করে চিহ্নিত করে ফেলল কমিশন? ১ কোটি ৩৬ লক্ষ কেন, ২-৩ কোটি নামও সন্দেহজনক হতে পারে৷ কিন্তু সেই নামের তালিকা তো প্রকাশ করতে হবে৷ ক্লাসের রেজাল্ট বেরিয়ে গেল, বলা হল চল্লিশ জন ফেল করেছে৷ কিন্তু কারা ফেল করেছে জানানো হবে না? আপনার কাছে কোন জাদুকাঠি আছে যে ৭ কোটি মানুষের নথি যাচাই করে একদিনের মধ্যে ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নামের গরমিল চিহ্নিত করে ফেললেন?’
advertisement
একই সঙ্গে অভিষেক অভিযোগ করেছেন, বহু এমন ভোটার রয়েছেন, যাঁরা জীবিত থাকা সত্ত্বেও তাঁদেরকে মৃত হিসেবে দেখানো হয়েছে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বর তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে তিনিও দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এই প্রশ্নগুলি তুলবেন তিনি৷ সন্দেহজনক বা লজিক্যাল ডিসক্রিপ্যানসি রয়েছে বলে যে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারদের চিহ্নিত করা হয়েছে, সেই তালিকা প্রকাশের জন্য ৩১ ডিসেম্বর কমিশনকে সময় বেঁধে দিয়ে আসবে তৃণমূল৷ কমিশন যদি তার পরেও এই সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ না করে তাহলে দিল্লিতে কমিশনের অফিস ঘেরাও করা হবে বলেও হুমকি দিয়েছেন অভিষেক৷ তিনি বলেন, বিহারে এরকম সন্দেহজনক ভোটার হিসেবে প্রথমে ২৮ লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছিল৷ তার মধ্যে সাড়ে তিন লক্ষ ভোটারের নাম পাকাপাকি ভাবে মুছে দেওয়া হয়৷ বাংলায় সেই সংখ্যাটাই একধাক্কায় ১ কোটি ৩৬ লক্ষ করে দেওয়া হয়েছে৷
advertisement
তথ্য দিয়ে এ দিন অভিষেক আরও দাবি করেন, জনসংখ্যার নিরিখে বাংলাতেই শতাংশের নিরিখে সবথেকে কম সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে৷ অভিষেক বলেন, ‘বাংলায় ১০ কোটি ৫ লক্ষ মানুষের বাস৷ সেখানে নাম বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ভোটারের৷ গুজরাতে ৭ কোটি ৩৯ লক্ষ মানুষ বাস করেন, সেখানে বাদ গিয়েছে ৭৩ লক্ষ ৭৩ হাজার নাম৷ উত্তরপ্রদেশের জনসংখ্যা ১৫ কোটি, বাদ যাচ্ছে ৪ কোটি নাম৷ তামিলনাড়ুর জনসংখ্যা ৭ কোটি ৭৫ লক্ষ, বাদ গিয়েছে ৫৭ লক্ষ ৩০ হাজার নাম৷ কেরলে জনসংখ্যা ৩ কোটি ৬২ লক্ষ, বাদ গিয়েছে ২৪ লক্ষ ৮ হাজার নাম৷ বাংলায় এসআইআর-এ ৮৯ শতাংশেরও বেশি মানুষের নাম ম্যাপিং-এ মিলেছে, তাহলে কেন আতঙ্ক তৈরি করা হল? উত্তর প্রদেশ, তামিলনাড়ু, গুজরাত, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ এমন কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও এসআইআর-এর সময় বৃদ্ধি করা হল, বাংলায় কেন করা হল না?’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সন্দেহজনক ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা? নামের তালিকা প্রকাশের দাবি অভিষেকের
Next Article
advertisement
সন্দেহজনক ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা? নামের তালিকা প্রকাশের দাবি অভিষেকের
সন্দেহজনক ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা? নামের তালিকা প্রকাশের দাবি অভিষেকের
  • ১ কোটি ৩৬ লক্ষ সন্দেহজনক ভোটার কারা, প্রশ্ন অভিষেকের৷

  • সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশের দাবি৷

  • দিল্লিতে কমিশনের সদর দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি৷

VIEW MORE
advertisement
advertisement