Abhishek Banerjee Challenges BJP: 'বিজেপিকে ৫০-এ টেনে নামাব', এসআইআর হলে ছাব্বিশে তৃণমূল কত আসন পাবে? চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভোটের আগে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতেই এসআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
এসআইআর হলেও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা ২০২১-এর তুলনায় একটি হলেও বাড়বে৷ অন্যদিকে বিজেপি-র আসন সংখ্যা ৫০-এ নামবে৷ এমনই দাবি করে বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
বিজেপি-কে চ্যালেঞ্জ করে অভিষেকের দাবি, তাঁর এই ভবিষ্যদ্বাণী না মিললে বিজেপি নেতারা যা বলবেন তিনি মেনে নেবেন৷
এ দিন এসআইআর নিয়ে বিজেপি-কে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা সর্বশক্তি নিয়ে ঝাঁপান৷ এর আগেও তো সব ক্ষমতা প্রয়োগ করেছেন৷ একশো দিনের টাকা আটকে রেখেছেন৷ তার পরেও এসআইআর হলে ২০২১-এর তুলনায় তৃণমূল অন্তত একটি আসন হলেও বেশি পাবে৷ আর বিজেপি-র আসন সংখ্যা পঞ্চাশে টেনে নামাবো৷ বিজেপি নেতারা বাংলার দশ কোটি মানুষকে সাক্ষী রেখে বলুক যে গো হারা হারলে ২ লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব৷ চ্যালেঞ্জ গ্রহণ করলে বলুন৷ তা না হলে আপনারা যা বলবেন করব৷ খেলা আপনারা শুরু করেছেন, আমরা শেষ করব৷’
advertisement
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বিজেপি বলছে এসআইআর হলে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। চ্যালেঞ্জ করছি একটা নাম বাদ গেলে কী হবে? আগে দিল্লিতে ট্রেলার দেখিয়েছি। এবার পুরো সিনেমা দেখাব। বাংলা, মহারাষ্ট্র-উত্তরপ্রদেশ-গুজরাত নয়।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভোটের আগে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতেই এসআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, অসমে কেন এসআইআর করা হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 7:34 PM IST

