Abhishek Banerjee: ‘ভেঙে দিন...,’ SIR ইস্যুতে এবার ধরে ধরে তিন চ্যালেঞ্জ অভিষেকের! নির্বাচন কমিশনকে ট্যাগ করে লিখলেন...

Last Updated:

বিহারের মতো বাংলাতেও গায়ের জোরে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন৷ ষড়যন্ত্র করে এই পদক্ষেপে প্রচুর বৈধ ভোটারকে বাদ দেওয়া হচ্ছে। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে তৃণমূল কংগ্রেসের তরফে সওয়াল করতে গিয়ে এই অভিযোগ করেছেন বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

News18
News18
নয়াদিল্লি: এসআইআর নিয়ে সুর আরও চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে তুলোধোনা করার পর ফের সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। তৃণমূলের লোকসভার দলনেতা লিখেছেন, ‘আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের তিন চ্যালেঞ্জ। ১. সংসদ ভেঙে দিন। ২. সারা দেশে এসআইআর শুরু করুন। ৩. এরপর নির্বাচনে যান এবং জনগণের মুখোমুখি হোন।’ এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ‘ভেঙে দেওয়া হোক লোকসভা। ২০২৪ সালের ভোটার তালিকার ভিত্তিতে লোকসভা নির্বাচন হয়েছিল, তা ত্রুটিপূর্ণ বলছে নির্বাচন কমিশনই। দেশের মানুষ প্রতারিত হয়েছেন’।
এছাড়াও নির্বাচন কমিশনকে ট্যাগ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, ভারত সরকার যদি কমিশনের সঙ্গে একমত হয়, তবে, নীতির প্রশ্নে অবিলম্বে লোকসভা ভেঙে দেওয়া উচিত এবং মুখ্য নির্বাচন কমিশনার যদি সত্যিই এত ক্ষমতাশালী হয়ে থাকেন, তা হলে শুধু ভোটমুখী রাজ্যগুলির বদলে গোটা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন করানো উচিত।
advertisement
advertisement
বিহারের মতো বাংলাতেও গায়ের জোরে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন৷ ষড়যন্ত্র করে এই পদক্ষেপে প্রচুর বৈধ ভোটারকে বাদ দেওয়া হচ্ছে। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে তৃণমূল কংগ্রেসের তরফে সওয়াল করতে গিয়ে এই অভিযোগ করেছেন বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
advertisement
এই প্রসঙ্গেই তাঁর দাবি, নির্বাচন কমিশনের পদক্ষেপের ফলে সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক তৈরি হচ্ছে৷ অগণতান্ত্রিক এসআইআর বন্ধ করতে হবে দাবি তুলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই মামলাটি করেছেন দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷
advertisement
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতোই এদিন বাংলায় এসআইআর নিয়ে সরব হয়েছেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি এবং গোপাল শঙ্করনারায়ণও৷ সিংভির দাবি, এরা ডিসেম্বরে বাংলায় এসআইআর শুরু করবে৷ বাংলায় আগামী বছরের এপ্রিল-মে মাসে বিধানসভা ভোট৷ তার আগেই এরা বাংলায় SIR করবে৷ সিংভির প্রশ্ন, ভোটমুখী রাজ্যেই শুধু SIR করা হচ্ছে কেন? আইনজীবী গোপাল শঙ্করনায়ারণ প্রশ্ন তোলেন, বাংলায় রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা ছাড়া কী করে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হতে পারে?
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ‘ভেঙে দিন...,’ SIR ইস্যুতে এবার ধরে ধরে তিন চ্যালেঞ্জ অভিষেকের! নির্বাচন কমিশনকে ট্যাগ করে লিখলেন...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement