Abhishek Banerjee: 'প্রভাবিত নেতাদের আসতে বলুন', অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে বড় ধাক্কা খেল BJP!
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Abhishek Banerjee: সোমবার অভিষেকের মন্তব্যের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বিজেপি।
কলকাতা: বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের করেছে বিজেপি। কলকাতার হেয়ার স্ট্রিট ও রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ই-মেইলের মাধ্যমে। এর মধ্যে একটি অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। অন্যটি করেছেন পূর্ণিমা চক্রবর্তী নামে এক মহিলা বিজেপি নেত্রী। যদিও অভিষেকের মন্তব্যের বিরোধিতায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেল বিজেপি।
সোমবার অভিষেকের মন্তব্যের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন করা হয়। তবে বিজেপির আবেদন মঞ্জুর করেননি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, ‘প্রভাবিত নেতাদের আসতে বলুন’।
প্রসঙ্গত, শুক্রবার তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় বরাদ্দ আদায় করতে আগামী ৫ অগাস্ট ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবেন তৃণমূল কর্মীরা। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, কর্মসূচি হবে ব্লক স্তরে। ঘেরাও কর্মসূচি করতে হবে বাড়ি থেকে অন্তত ১০০ মিটার দূরে। যাতে কেউ বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ না করতে পারে।
advertisement
advertisement
এই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়ে রাজর্ষিবাবু লিখেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা এই কর্মসূচি ভারতীয় সংবিধান বিরোধী। সংবিধান অনুসারে প্রত্যেক ভারতবাসীর দেশের যে কোনও জায়গায় যাওয়ার অধিকার রয়েছে’।
advertisement
তৃণমূলের এই মন্তব্য নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা কঠিন ব্যবস্থা নিচ্ছি। আমরা এই জিনিস বরদাস্ত করব না। আমাদের সমস্ত কর্মীদের বাড়িকে, তাদের স্ত্রী, পুত্র, পরিবারকে, তাদের বাবা – মাকে রক্ষা করার দায়িত্ব বিজেপির। বিরোধী দলনেতা হিসাবে আমি এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখব। এর ফল মারাত্মক হবে এই হুঁশিয়ারিও আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে রাখলাম’। কিন্তু অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গিয়ে ধাক্কা খেল বিজেপি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 24, 2023 2:09 PM IST









