Recruitment Scam: বিরাট ঘটনা! নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই-এর মুখে প্রধান শিক্ষিকারা! ব্যাপার কী?

Last Updated:

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে টেট-অনুত্তীর্ণ শিক্ষকরা। সূত্রের খবর, রাজ্যের সমস্ত জেলা থেকে ২০১৪-র টেট-অনুত্তীর্ণ অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই তলব করল স্কুলের প্রধান শিক্ষিকাদেরও। বর্ধমানের কাটোয়ায় স্কুলের প্রধান শিক্ষিকা কবিতা সরকারকে তলব করল সিবিআই। তিনি নিজাম প্যালেসে হাজির হলেন। বর্ধমানের কাটোয়া স্কুলের প্রধান শিক্ষিকা তিনি। নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। স্কুলের নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম করে যাঁরা চাকরি পেয়েছেন, কীভাবে চাকরি পেল? স্কুলের প্রধান শিক্ষিকাদের কী ভূমিকা ছিল?
এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে টেট-অনুত্তীর্ণ শিক্ষকরা। সূত্রের খবর, রাজ্যের সমস্ত জেলা থেকে ২০১৪-র টেট-অনুত্তীর্ণ অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এবার সেই সমস্ত শিক্ষকদের বয়ান রেকর্ড শুরু করেছে সিবিআই।
advertisement
advertisement
সূত্রের খবর, গত দু’দিনে চার জেলার একাধিক শিক্ষকের বয়ান রেকর্ড হয়েছে। টেট পাস না করেও কীভাবে চাকরি পেলেন? তা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কেউ দাবি করেছেন, সরাসরি যোগাযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে।
advertisement
জেলার মধ্যস্থতাকারীর মাধ্যমে তৈরি হয়েছিল যোগাযোগ। টেট-অনুত্তীর্ণ শিক্ষকদের একাংশকে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য মিলেছে বলে দাবি সিবিআইয়ের। অন্যদিকে, প্রাইমারি টেট মামলায় চার্জশিট জমা নিয়ে বারবার বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এই মামলায় তদন্তকারী অফিসারকে। কেন টাকার বিনিময়ে চাকরি পাওয়া প্রার্থীদের অভিযুক্ত হিসেবে না দেখিয়ে সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল, কেন তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে ক্ষোভপ্রকাশ করে তদন্তকারী অফিসারের থেকে ব্যাখ্যাও চেয়ে পাঠিয়েছিলেন বিচারক।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Recruitment Scam: বিরাট ঘটনা! নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই-এর মুখে প্রধান শিক্ষিকারা! ব্যাপার কী?
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement