South 24 Pargana: ছাত্রীকে ধর্ষণ করে স্কুলের শৌচালয়ে বন্দি! স্কুল শিক্ষকের বীভৎস কীর্তি ফাঁস এবার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এরপর থেকে স্থানীয় বাসিন্দারা নির্যাতিতার পরিবারের উপর থানায় না যাওয়ার জন্য তৃণমূলের স্থানীয় নেতারা চাপ সৃষ্টি করতে থাকে বলে অভিযোগ। ঘটনার প্রায় দু’দিন পর রবিবার সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের হয়।
দক্ষিণবঙ্গ: নাবালিকা ছাত্রীকে স্কুলের ভিতরের শৌচালয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ৷ কাঠগড়ায় স্বয়ং স্কুলের শিক্ষক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট এলাকার একটি স্কুলে। গত ২১ জুলাই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে৷
অভিযোগ, ধর্ষণের পরে ওই সপ্তম শ্রেণির ছাত্রীকে শৌচালয়ের ভেতরে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেয় অভিযুক্ত ওই শিক্ষক। এমনকি, নির্যাতিতা ছাত্রীকে মারধর করা হয় বলেও অভিযোগ। পরে স্কুলের অন্য শিক্ষক ও পড়ুয়াদের সাহায্যে উদ্ধার হয় ওই ছাত্রীকে। ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষকের দারস্থ হয় ওই পরিবার। কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: ঝালদা পুরসভা কি হাত ছাড়া কংগ্রেসের! কলকাতায় লুকিয়ে হাজির ২ নির্দল কাউন্সিলর, যুবভারতীতে টানটান স্নায়ুর লড়াই
এরপর থেকে স্থানীয় বাসিন্দারা নির্যাতিতার পরিবারের উপর থানায় না যাওয়ার জন্য তৃণমূলের স্থানীয় নেতারা চাপ সৃষ্টি করতে থাকে বলে অভিযোগ। ঘটনার প্রায় দু’দিন পর রবিবার সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের হয়।
advertisement
advertisement
অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক ফয়জউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালত পেশ করা হবে। নির্যাতিতার মেডিক্যাল করানো হবে কাকদ্বীপ হাসপাতালে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 24, 2023 11:54 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Pargana: ছাত্রীকে ধর্ষণ করে স্কুলের শৌচালয়ে বন্দি! স্কুল শিক্ষকের বীভৎস কীর্তি ফাঁস এবার

