Jhalda Municiplaity: ঝালদা পুরসভা কি হাত ছাড়া কংগ্রেসের! কলকাতায় লুকিয়ে হাজির ২ নির্দল কাউন্সিলর, যুবভারতীতে টানটান স্নায়ুর লড়াই
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
পুরবোর্ড গঠন নিয়ে টানাপড়েনের মধ্যে আততায়ীদের গুলিতে নিহত হয়েছিলেন ঝালদার কংগ্রেস পুরপ্রতিনিধি তপন কান্দু। তার ১০ মাস পরে হাইকোর্টের নির্দেশে তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু ঝালদার পুরপ্রধানের দায়িত্ব নেন।
কলকাতা: এই ঝালদা পুরসভা নিয়ে টানাপড়েনের অন্ত নেই৷ আইন-আদালত করেও শেষমেশ পুরসভা নিজের দখলে রাখতে পেরেছে কংগ্রেস৷ বর্তমানে সেখানে পুরপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন পুরুলিয়ায় ঝালদার নিহত কংগ্রেস নেতা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু? কিন্তু, আরও একবার টলোমলো ঝালদা পুরসভার অন্দরমহল৷ রবিবার সন্ধে ৭টে থেকে সল্টলেক স্টেডিয়াম চত্বরে চলছে টানটান স্নায়ুর লড়াই।
তবে কি, এবার ঝালদা পুরসভা হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের? সূত্রের খবর, ২ নির্দল কাউন্সিলর গোপনে চলে এসেছেন কলকাতায়। সল্টলেক স্টেডিয়ামের নবপ্রজন্ম ভবনে পৌঁছেছেন ২ নির্দল কাউন্সিলর। এই ২ নির্দল কাউন্সিলর শিবির বদলালে বোর্ড হাতছাড়া হতে পারে কংগ্রেসের।
advertisement
advertisement
আরও পড়ুন: একটা হাত বাইকের হ্যান্ডেলে, আর একটা…! অ্যাপ বাইকে উঠে ভয়ঙ্কর বিপদে পড়লেন তরুণী
জানা গিয়েছে, পুরুলিয়ার প্রবীণ কংগ্রেস নেতা নেপাল মাহাতো এবং কৌস্তুভ বাগচি ওই দুই নির্দল প্রার্থীর সঙ্গে কথা বলছেন। ঝালদার ঝাঁঝ এবার যুবভারতী স্টেডিয়াম লাগোয়া দুটি রুমে।
পুরবোর্ড গঠন নিয়ে টানাপড়েনের মধ্যে আততায়ীদের গুলিতে নিহত হয়েছিলেন ঝালদার কংগ্রেস পুরপ্রতিনিধি তপন কান্দু। তার ১০ মাস পরে হাইকোর্টের নির্দেশে তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু ঝালদার পুরপ্রধানের দায়িত্ব নেন।
advertisement
তবে রাজ্যের অধিকাংশ পুরসভা দখলে রাখার পরেও জঙ্গলমহলের জেলা পুরুলিয়ার ১২টি ওয়ার্ডের ছোট পুরসভা ঝালদার দখল রাখতে মরিয়া তৃণমূল৷ রাজ্য প্রশাসনের বিভিন্ন নির্দেশে হাইকোর্টকে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে, তা নিয়ে বিস্তর চর্চাও চলেছে। প্রশ্ন উঠেছে, এর পিছনে কি অহংয়ের লড়াই রয়েছে? নাকি রয়েছে অন্য কোনও কারণ?
কদিন আগেই কংগ্রেসের সবেধন নীলমণি বিধায়ক বায়রন বিশ্বাস যোগ দিয়েছেন তৃণমূলে। এর ফলে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ফের এক থেকে নেমে এসেছে শূন্যে৷
advertisement
তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট আলোচনার পরে আশ্বস্ত হয়েছেন নেপাল মাহাতোরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 23, 2023 8:39 PM IST