Aadhar Card Deactivation: আধার কার্ড বাতিল! এবার সরাসরি নির্বাচন কমিশনের কাছে নালিশ তৃণমূলের, যাচ্ছে প্রতিনিধি দল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
জানা গিয়েছে, ৫ সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সদস্য দোলা সেন, সাংসদ সাজদা আহমেদ, রাজ্যসভার সাংসদ সকেত গোখলে৷
নয়াদিল্লি: ক’দিন আগে হঠাৎ করেই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে৷ বিভিন্ন দিক থেকে আসতে থাকে আধার কার্ড বাতিলের খবর৷ ঘটনায় রীতিমতো ত্রস্ত হয়ে পড়েন লোকজন৷ গোটা ঘটনার শুরু থেকেই আধার বাতিলের ইস্যুকে কেন্দ্রে করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তখনই তিনি জানিয়েছিলেন, এ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পাঠাবেন তিনি৷ সূত্রের খবর, আধার ইস্যুতে আজ নয়াদিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল৷
জানা গিয়েছে, ৫ সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সদস্য দোলা সেন, সাংসদ সাজদা আহমেদ, রাজ্যসভার সাংসদ সকেত গোখলে৷
তৃণমূলের এই প্রতিনিধি দল এদিন জাতীয় নির্বাচন কমিশনের দফতরে আধার বাতিল নিয়ে একটি স্মারকলিপি জমা দেবেন বলে জানা গিয়েছে৷ তারপরে তাঁরা সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে কড়কড়ে টাকা…কথা রাখলেন মমতা! কারা পাবেন? কী নিয়ম, জানুন
গত বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বহু মানুষের কাছে বার্তা আসতে থাকে, তাঁদের আধার কার্ড বাতিল বলে। তার পরে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। পাশাপাশি, কার্ড বাতিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি, রবিবার তাড়া খেয়েছিলেন গ্রামবাসীর..তারপরে চরম নাটক
বস্তুত, আধার কার্ড নিয়ে বিজেপির ‘গড়’ হয়ে ওঠা মতুয়া মহল্লাতেও উদ্বেগ তৈরি হয়েছিল। যা বিজেপির মধ্যেও উদ্বেগের জন্ম দিয়েছিল। অনেকের মতে, সেই কারণে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরদের রাতারাতি ময়দানে নামতে হয়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
February 26, 2024 12:35 PM IST