Mamata Banerjee: আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে কড়কড়ে টাকা...কথা রাখলেন মমতা! কারা পাবেন? কী নিয়ম, জানুন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যকে একাধিক প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র৷ এমনটাই দাবি তৃণমূল সূত্রের৷ যা নিয়ে একাধিকবার বিভিন্ন সভামঞ্চ থেকে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও৷
advertisement
advertisement
বকেয়া পাওনা নিয়ে দিল্লিতে ধর্নাও দিয়েছেন অভিষেক৷ এদিকে কিছুদিন আগেই সেই একই দাবি সামনে রেখে রেড রোডে ধর্না দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রেড রোড থেকেই তিনি ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী না হয়ে থেকে এবার রাজ্যের তরফেই ১০০ দিনের কাজের কর্মীদের দেওয়া হবে বকেয়া টাকা৷ সেই মতো ২১ ফেব্রুয়ারি দিনও ঘোষণা করেন মমতা৷
advertisement
কিন্তু, পরে বিধানসভায় তিনি জানান, ১০০ দিনের কাজের প্রাপকদের সংখ্যা বেড়ে যাওয়া, ২১ ফেব্রুয়ারি নয়, ১ মার্চ থেকেই দেওয়া হবে টাকা৷ যে প্রক্রিয়া আজ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে৷ ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ এই ৫ দিনের মধ্যে ১০০ দিনের কাজের কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছে৷
advertisement
এবার জিটিএ–সহ ২২টি জেলাকে ১০০ দিনের কাজের কেন্দ্রের বকেয়া টাকা মেটাতে চলেছে রাজ্য সরকার। এই ১০০ দিনের কাজের মজুরি বাবদ বকেয়া দু’হাজার ৬৫০ কোটি টাকার বেশি অর্থ রিলিজ করা হয়েছে। এই টাকার মধ্যে জিটিএ’র প্রাপ্য ১২৯ কোটি ৪২ লক্ষ ৮৯ হাজার ৭২৮ টাকা। ২৬ ফেব্রুয়ারি, সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু করতে হবে। তা শেষ করে ফেলতে হবে ১ মার্চের মধ্যে।
advertisement
advertisement
advertisement
শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে যথেষ্ট সতর্ককা অবলম্বন করছে নবান্ন। বিভিন্ন জেলার জেলাশাসকদের কাছে নির্দেশ গিয়েছে, ‘‘শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নির্ভুল হলে তবেই দেওয়া হবে টাকা। একাধিক শ্রমিকদের তথ্যের নানান রকম সমস্যা রয়েছে। সেগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে আবার ভেরিফিকেশন করুন। আজ থেকেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করতে হবে। চালু করতে হবে কন্ট্রোল রুমও।’’