Aadhar Card Cancellation: 'আধার আতঙ্ক'...শয়ে শয়ে বাতিল আধার কার্ড, 'আধার ইস্যু'-তে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
আধার ইসুতে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'অভিযোগ' জানিয়ে চিঠি লেখেন তিনি। তিন পাতার চিঠি-তে শুভেন্দুর অভিযোগ, 'আধার ইস্যুতে আতঙ্ক ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী'
কলকাতা: আধার ইসুতে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘অভিযোগ’ জানিয়ে চিঠি লেখেন তিনি। তিন পাতার চিঠি-তে শুভেন্দুর অভিযোগ, ‘আধার ইস্যুতে আতঙ্ক ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী’! এখানেই শেষ নয়! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শুভেন্দুর অভিযোগ, ” আধার কার্ডের পরিবর্তে সরকারের পক্ষ থেকে বিকল্প কার্ডের কথাও বলা হচ্ছে যা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে।”
প্রধানমন্ত্রী নিজে যাতে আধার ইস্যুতে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে হস্তক্ষেপ করেন সে ব্যাপারে আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
WB CM Mamata Banerjee has been intentionally and deliberately creating panic amongst the People of the State by peddling politically motivated FAKE NEWS that the Central Government is going to Deactivate Aadhar Cards before the Lok Sabha Elections in order to deprive the… pic.twitter.com/VWbLOYLLgn
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 20, 2024
advertisement
advertisement
তৃণমূলের বিরুদ্ধে লোকসভা ভোটের আগে ‘আধার কার্ড বাতিল’ নিয়ে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ শুভেন্দু অধিকারির।
প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার নিষ্ক্রিয়তার খবর আসতে থাকে। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বনকাটি পঞ্চায়েতের বেশ কয়েকজনের আধার নিষ্ক্রিয় হয়েছে বলে দাবি করা হয়। ওদিকে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের আধার কার্ড বাতিল হয়েছে বলে দাবি করা হচ্ছে। ‘আধার আতঙ্কে’ দিশেহারা সাধারণ মানুষ। এই বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধার নিষ্ক্রিয়তা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য আলাদা পোর্টাল চালুর নির্দেশ দিয়েছেন তিনি।
advertisement
এর আগে, আধার কার্ড বাতিল ইস্যুতে কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় একের পর এক নাগরিকদের আধার কার্ড বাতিল হওয়ার ঘটনায় বিভ্রান্তি এবং ভীতি ছড়িয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন শুভেন্দু। অন্যদিকে, আধার কার্ড বাতিল হওয়া সংক্রান্ত কোনও বিষয়ে কোনও জিজ্ঞাসা থাকলে সাধারণ মানুষ যাতে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে জন্য একটি ই-মেল আইডি ও একটি ফোন নম্বর প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (aadharsthakurbari@gmail.com, 9647534453)৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2024 5:55 PM IST