Dengue: পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গি! দক্ষিণ দমদমে ফের মৃত্যু তরুণীর, এলাকায় বাড়ছে আতঙ্ক

Last Updated:

Dengue In West Bengal : পুজোর আগে ভয় ধরাচ্ছে ডেঙ্গি৷ আবারও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক তরুণীর৷  এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭৷ যার ফলে ভয়ঙ্কর আতঙ্কিত এলাকার মানুষজন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু তরুণীর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু তরুণীর
দমদম: আবারও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক তরুণীর সমাপ্তি মল্লিক(২০)৷ দক্ষিণ দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই তরুণী৷
পরবর্তীতে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে৷ এরপরেই তার চিকিৎসা চলছিল ওই বেসরকারি হাসপাতালে। গতকাল রাতে অবস্থার অবনতি হতেই আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে গভীর রাতে৷
advertisement
advertisement
বর্ষাকাল এলেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে থাকে৷ পাশাপাশি নানা ধরনের রোগও বেড়ে যায়৷ বিভিন্ন জায়গায় জল ও ময়লা জমে থাকার জন্যই ব্যাকটেরিয়া এবং ভাইরাল সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। তেমনই পুজোর আগে ভয় ধরাচ্ছে ডেঙ্গি৷ প্রতিদিনই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রকাশ্যে আসছে৷ আর তাতেই ভয়ে কাটা হচ্ছে সাধারণ মানুষ৷ এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭৷ যার ফলে ভয়ঙ্কর আতঙ্কিত এলাকার মানুষজন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue: পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গি! দক্ষিণ দমদমে ফের মৃত্যু তরুণীর, এলাকায় বাড়ছে আতঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement