Dengue: পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গি! দক্ষিণ দমদমে ফের মৃত্যু তরুণীর, এলাকায় বাড়ছে আতঙ্ক
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:Anup Chakraborty
Last Updated:
Dengue In West Bengal : পুজোর আগে ভয় ধরাচ্ছে ডেঙ্গি৷ আবারও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক তরুণীর৷ এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭৷ যার ফলে ভয়ঙ্কর আতঙ্কিত এলাকার মানুষজন।
দমদম: আবারও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক তরুণীর সমাপ্তি মল্লিক(২০)৷ দক্ষিণ দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই তরুণী৷
পরবর্তীতে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে৷ এরপরেই তার চিকিৎসা চলছিল ওই বেসরকারি হাসপাতালে। গতকাল রাতে অবস্থার অবনতি হতেই আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে গভীর রাতে৷
advertisement
আরও পড়ুন- কালো ‘এই’ বীজে লুকিয়ে রয়েছে অলৌকিক গুণ! জলে ভিজিয়ে খেলেই তরতর করে কমবে সুগার, কোলেস্টেরলেরও যম!
advertisement
বর্ষাকাল এলেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে থাকে৷ পাশাপাশি নানা ধরনের রোগও বেড়ে যায়৷ বিভিন্ন জায়গায় জল ও ময়লা জমে থাকার জন্যই ব্যাকটেরিয়া এবং ভাইরাল সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। তেমনই পুজোর আগে ভয় ধরাচ্ছে ডেঙ্গি৷ প্রতিদিনই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রকাশ্যে আসছে৷ আর তাতেই ভয়ে কাটা হচ্ছে সাধারণ মানুষ৷ এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭৷ যার ফলে ভয়ঙ্কর আতঙ্কিত এলাকার মানুষজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2023 10:59 AM IST