Partha Chatterjee: 'এসি গাড়িতে কেন, দড়ি পরিয়ে আনা উচিত ছিল', জুতো ছুড়ে সাংবাদিকদের বললেন মহিলা

Last Updated:

Partha Chatterjee: কিন্তু জুতো মারার বিষয়ে স্বভাবতই পাল্টা প্রশ্ন করেন সাংবাদিকরা। তাঁরা বলেন, কেন তিনি এই কাণ্ড করতে গেলেন। রাগে ফুটতে থাকা শুভ্রা ঘড়ুইয়ের স্পষ্ট জবাব, জুতো মারা উচিত কেন. আপনারা জানেন না।

#কলকাতা: বাংলার রাজনীতিতে যে ঘটনা বিরল, তেমনই এক ঘটনার সাক্ষী থাকল ইএসআই হাসপাতাল। প্রাক্তন মন্ত্রী ও শাসক দলের প্রাক্তন মহাসচিব এবং বর্তমানে ইডির হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে জুতো ছুড়লেন এক মহিলা। আর তাই নিয়েই সরগরম মঙ্গলবারের সংবাদ শিরোনাম। ঘটনার পরে পার্থকে জুতো ছোড়া নিয়ে অবশ্য একেবারেই অনুতপ্ত নন। তিনি বলছেন, "ওঁকে জুতো মারতে এসেছি, জুতো মেরে আমি খালি পায়ে ঘরে যাচ্ছি।"
কিন্তু জুতো মারার বিষয়ে স্বভাবতই পাল্টা প্রশ্ন করেন সাংবাদিকরা। তাঁরা বলেন, কেন তিনি এই কাণ্ড করতে গেলেন। রাগে ফুটতে থাকা শুভ্রা ঘড়ুইয়ের স্পষ্ট জবাব, "জুতো মারা উচিত কেন. আপনারা জানেন না। কত গরীব মানুষের টাকা মেরে ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন, আবার প্রশ্ন উঠছে কেন!" আদালতের নির্দেশ মতো মাঝে মাঝেই অর্পিতা ও পার্থের স্বাস্থ্যপরীক্ষার জন্য ইএসআই হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ফলে পথচলতি মানুষ থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে হাজির হওয়ার মানুষও দেখছেন প্রাক্তন মন্ত্রীর জন্য নিরাপত্তা থেকে শুরু করে বিস্তারিত আয়োজনের বহর। আর তাতেই আরও মাথাগরম হয়েছে শুভ্রার।
advertisement
advertisement
তিনি রাগত সাংবাদিকদের জানিয়েছেন, "এসি গাড়ি চড়িয়ে কেন আনা হয়েছে ওঁকে। দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে আসা উচিত ছিল ওঁকে। এসি গাড়ি চড়িয়ে, হুইল চেয়ারে বসিয়ে ওঁকে কেন আনা হল। আরও খুশি হতাম যদি ওঁর মাথায় গিয়ে জুতোটা লাগত।" আদালতের নির্দেশ অনুসারে ৪৮ ঘণ্টা তফাতে মেডিক্যাল টেস্ট করানো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই মতো মঙ্গলবার সকালে দু'জনকে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে আসা হয় ইএসআই হাসপাতালে! এদিন হুইলচেয়ারে করে হাসপাতালে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নে নীরবই থাকলেন রাজ্যের সদ্য অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও এর আগে স্বাস্থ্য পরীক্ষা করতে এসে সরব হয়েছেন পার্থ! কখনও বলেছেন, ''আমি ষড়যন্ত্রের শিকার', কখনও বা বলেছেন '' টাকা আমার নয়।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: 'এসি গাড়িতে কেন, দড়ি পরিয়ে আনা উচিত ছিল', জুতো ছুড়ে সাংবাদিকদের বললেন মহিলা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement