Arpita Mukherjee: টাকা আমার নয়, অনুপস্থিতিতে- অজান্তে ঘরে টাকা ঢোকানো হয়েছে: বিস্ফোরক অর্পিতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
যদিও কে সেই টাকা রেখেছে সে বিষয়ে কিছু বলার সুযোগ পাননি অর্পিতা৷
#কলকাতা: উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা কার? এই প্রশ্নেরই উত্তর খুঁজছিল ইডি৷ এরই মধ্যে এ দিন সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়৷ জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্ট করাতে ঢোকার সময় সংবাদমাধ্যমের সামনেই অর্পিতা স্পষ্ট বললেন, 'এই টাকা আমার নয়৷ আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে আমার ঘরে টাকা ঢোকানো হয়েছে৷'
যদিও কে সেই টাকা রেখেছে সে বিষয়ে কিছু বলার সুযোগ পাননি অর্পিতা৷ কিন্তু যেহেতু তিনি পার্থ চট্টোপাধ্যােয়র ঘনিষ্ঠ হিসেবে প্রমাণ পেয়েছে ইডি, তাই অর্পিতার এই স্বীকারোক্তিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর চাপ আরও বাড়ল৷
advertisement
advertisement
অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় বাইশ কোটি টাকা৷ অন্যদিকে রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৭ কোটি টাকারও বেশি৷ হেফাজতে নেওয়ার পর থেকেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে টাকার উৎস জানার চেষ্টা করছে ইডি৷ যদিও পার্থ বা অর্পিতা কেউই এই প্রশ্নের জবাব দেননি বলে ইডি সূত্রে খবর৷ সূত্রের আরও দাবি, প্রথম থেকেই ইডি-র সামনে অর্পিতা দাবি করে আসছেন, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হলেও ওই টাকা তাঁর নয়৷
advertisement
যদিও অর্পিতা মুখোপাধ্যায়ের এ দিনের দাবি ঘিরে যথেষ্ট প্রশ্ন থাকছেই৷ কারণ তাঁর অনুপস্থিতিতে কেউ কীভাবে তাঁর ফ্ল্যাটে ঢুকে কোটি কোটি টাকা রেখে গেল, সেই প্রশ্ন থেকেই যায়৷ সেক্ষেত্রে তাঁর ঘনিষ্ঠ কারও কাছেই ফ্ল্যাটের চাবি থাকত, এমন সম্ভাবনাই সামনে আসে৷ এই ঘনিষ্ঠ ব্যক্তিকে কে, সেটাই জানতে চায় ইডি৷
advertisement
গত শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকানোর সময় কেঁদে ভাসিয়েছিলেন অর্পিতা৷ গত রবিবার অবশ্য চুপচাপই মেডিক্যাল টেস্ট করিয়ে ফিরে আসেন অর্পিতা৷ এ দিন অবশ্য মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় প্রথম থেকেই কিছু বলতে চাইছিলেন অর্পিতা৷ শেষ পর্যন্ত হাসপাতালে ঢোকার মুখে সংবাদমাধ্যমের সামনে এই বিস্ফোরক দাবি করেন তিনি৷ যদিও পার্থ চট্টোপাধ্যায়কে টাকা নিয়ে প্রশ্ন করা হলেও কোনও জবাব দেনন প্রাক্তন মন্ত্রী৷
advertisement
বিস্তারিত আসছে...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2022 11:24 AM IST