State Cabinet Reshuffle: মন্ত্রিসভার রদবদলের আগেই দশ দফতরকে নিয়ে জরুরি বৈঠকে মুখ্যসচিব, জোর চর্চা নবান্নে

Last Updated:

যে দশটি দফতরের প্রধান সচিবদের এ দিনের বৈঠকে ডাকা হয়েছে, তার মধ্যে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পূর্ত, ভূমি ও ভূমি রাজস্ব, কৃষি, সেচ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি৷

নবান্নে আজ জরুরি বৈঠক মুখ্যসচিবের৷
নবান্নে আজ জরুরি বৈঠক মুখ্যসচিবের৷
#কলকাতা: বুধবার বিকেলেই রাজ্য মন্ত্রিসভার রদবদল হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আগে আজই রাজ্য সরকারের দশটি দফতরের কাজের অগ্রগতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷ মন্ত্রিসভায় রদবদলের আগে একসঙ্গে দশটি দফতরকে নিয়ে মুখ্যসচিবের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল৷
যে দশটি দফতরের প্রধান সচিবদের এ দিনের বৈঠকে ডাকা হয়েছে, তার মধ্যে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পূর্ত, ভূমি ও ভূমি রাজস্ব, কৃষি, সেচ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি৷ এ ছাড়াও ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর, পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দফতরকেও আজকের বৈঠকে ডাকা হয়েছে৷ বিকেল চারটে থেকে নবান্নে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে৷ সব জেলার জেলাশাসকদেরও এই বৈঠকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
আগামী বছর পঞ্চায়েত নির্বাচন৷ যে দশটি দফতরকে এ দিনের বৈঠকে ডাকা হয়েছে, তার মধ্যে অধিকাংশের সঙ্গেই গ্রামাঞ্চলের উন্নয়নের বিষয়টি ওতপ্রতোভাবে জড়িত৷ সূত্রের খবর, এই দশ দফতরের কাজের অগ্রগতি কতটা, কোন কোন প্রকল্প এখনও পর্যন্ত কার্যকরী হয়েছে এবং হয়নি, আগামী দিনে এই দপ্তরগুলির রূপরেখা কী হবে, এই বৈঠকে তা আলোচনা করা হবে৷ মন্ত্রিসভার রদবদলের চব্বিশ ঘণ্টা আগে দশ দফতরের মূল্যায়নকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে৷
advertisement
গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বর্তমান মন্ত্রিসভার অন্তত চার থেকে পাঁচজন সদস্যকে বাদ দেওয়া হবে৷ তাঁদের দলের কাজে লাগানো হবে বলে জানান মমতা৷ নতুন করে পাঁচ থেকে ছ' জনকে মন্ত্রিসভায় নিয়ে আসা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
State Cabinet Reshuffle: মন্ত্রিসভার রদবদলের আগেই দশ দফতরকে নিয়ে জরুরি বৈঠকে মুখ্যসচিব, জোর চর্চা নবান্নে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement