বকেয়া টাকা না মেটানোয় কড়া পদক্ষেপ আর্টিস্ট ফোরামের, সঙ্কটে একাধিক জনপ্রিয় সিরিয়াল

Last Updated:
#কলকাতা: ফের সমস্যায়  বাংলা সিরিয়াল। প্রযোজনা সংস্থা 'দাগ ক্রিয়েটিভ মিডিয়া'র বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আর্টিস্ট ফোরামের। সঙ্কটে এই প্রযোজনা সংস্থার প্রযোজিত সিরিয়াল-- 'জয় বাবা লোকনাথ', 'আমি সিরাজের বেগম', 'খনার বচন', 'মহাপ্রভু শ্রীচৈতন্য', 'প্রথম প্রতিশ্রুতি'।  সিরিয়ালের কলাকুশলিদের পারিশ্রমিকের বিশাল অঙ্কের টাকা বাকি রয়েছে। শিল্পী ও টেকনিকিশিয়ানদে বকেয়া টাকার পরিমান ৫ কোটিরও বেশি, যারমধ্যে শুধু শিল্পীদেরই বকেয়া  প্রায় দেড় কোটি। অভিযোগ, টিডিএসও জমা দেওয়া হয়নি। টেলিপাড়ার এহেন দশায় ক্ষুব্ধ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! জানালেন, ''আমি এরকম অবস্থা ইন্ডাস্ট্রিতে কখনও দেখিনি। দরকারে বড় পদক্ষেপ করা হবে।''
জানা গিয়েছে, 'দাগ ক্রিয়েটিভ মিডিয়া' কলাকুশলীদের প্রাপ্য টাকা সময়ের মধ্যে দিতে না পারায়  প্রজেক্টগুলি অন্য প্রযোজকের কাছে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু তারপরেও মেটানো হয়নি বকেয়া টাকা। 'দাগ ক্রিয়েটিভ মিডিয়া'র কর্ণধার রানা সরকার বেপাত্তা।
প্রসঙ্গত, গতবছর অগাস্ট মাসে প্রযোজক আর আর্টিস্ট ফোরামের মধ্যে বিবাদের জেরে সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধ রেখেছিলেন প্রযোজকরা। বাংলা সিরিয়ালের শিল্পী সংগঠন বা আর্টিস্ট ফোরামের সদস্যদের বিক্ষোভের জেরে অচল হয়ে পড়েছিল টলিপাড়া! ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছিল, অনেক দিন ধরেই বাংলা সিরিয়ালের সঙ্গে যুক্ত শিল্পীরা তাঁদের নানা সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা করতে চাইছেন। কিন্তু প্রযোজকেরা সেসব কথায় কান দিচ্ছেন না। আলোচনায় বসতেও রাজি হচ্ছেন না। তাই বাধ্য হয়েই ধর্মঘট শুরু করেন শিল্পীরা। তাঁদের ক্ষোভের কারণ ছিল-- শুটিংয়ের কোনও নির্দিষ্ট সময় বাঁধা নেই। রাতের শিফটে কাজ করে বাড়ি ফিরে পরের দিন ভোরবেলাই হাজির হতে হয় স্টুডিওতে। গাড়ি না থাকায় বাড়ি ফিরতেও অসুবিধা হয়! এই সমস্যা দু-একদিনের নয়! লাগাতার এমনটাই হয়ে চলেছে! একাধিকবার ফেডারেশনকে জানিয়েও কোনও লাভ হয়নি। দাবি উঠেছিল রাত দশটার পরে আর শুটিং হবেনা, বেতনবৃদ্ধির সঙ্গে মাসের নির্দিষ্ট দিনের মধ্যেই পারিশ্রমিক দিতে হবে। মেটাতে হবে সমস্ত বকেয়া ৷ স্টুডিওপাড়ায় সব কর্মীরা অতিরিক্ত সময় কাজ করলে ওভারটাইমের টাকা পাননা ৷ দাবি উঠেছিল ওভার টাইমের টাকারও ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বকেয়া টাকা না মেটানোয় কড়া পদক্ষেপ আর্টিস্ট ফোরামের, সঙ্কটে একাধিক জনপ্রিয় সিরিয়াল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement