21st July Shahid Diwas: এবার ২১ জুলাই আলাদা আরও একটি শহিদ বেদী! 'কার' জন্য? বড় প্রস্তুতিতে তৃণমূল শিবির
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
21st July Shahid Diwas: পঞ্চায়েত ভোটের নিরঙ্কুশ জয়ের পড়ে একুশের জুলাইয়ের অনুষ্ঠানে জেলা থেকে কলকাতা, গ্রাম থেকে শহর তৃণমূলের কর্মী সমর্থক অনুগামীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতোই। এরইমধ্যে ধর্মতলায় সেজে উঠেছে একুশের মঞ্চ।
কলকাতা: আজ একুশে জুলাই। বাংলা জুড়ে শহিদ দিবসের প্রস্তুতিতে পোস্টের ব্যানারে ছয়লাপ। পঞ্চায়েত ভোটের নিরঙ্কুশ জয়ের পড়ে একুশের জুলাইয়ের অনুষ্ঠানে জেলা থেকে কলকাতা, গ্রাম থেকে শহর তৃণমূলের কর্মী সমর্থক অনুগামীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতোই। এরইমধ্যে ধর্মতলায় সেজে উঠেছে একুশের মঞ্চ। যে মঞ্চে আজ প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এই বছর শহিদ মঞ্চের প্রস্তুতিতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। নেত্রীর নির্দেশ মতোই পঞ্চায়েতে যে ২২ জন তৃণমূল কংগ্রেস কর্মী মারা গিয়েছেন তাঁদের জন্য আলাদা বেদী প্রস্তুত হচ্ছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, সেখানে পঞ্চায়েত নির্বাচনী হিংসায় নিহত দলীয় কর্মীদের শ্রদ্ধা জানাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
advertisement
advertisement
বাম আমলে একাধিক মৃত্যুর ঘটনায় সেই সব ব্যক্তির নাম শহিদ বেদীতে থাকে৷ এবার রাজ্যে সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে যে সব তৃণমূল কংগ্রেস কর্মী নিহত হয়েছেন তাঁদের নিয়েও তৈরি হয়েছে আলাদা শহিদ বেদী৷
রাজনৈতিক মহলের মতে, আসলে বিজেপিকে প্রতিদিন নানা ইস্যুতে বিঁধতে চায় বাংলার শাসক দল। আর তাই শহিদ দিবসের অনুষ্ঠানের নাম যা শ্রদ্ধাঞ্জলি দিবস করা হয়েছে। সেখানেও এই শহিদ বেদী করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 21, 2023 8:21 AM IST










