21st July Rally: কলকাতায় ২১ জুলাই রাজনৈতিক সভায় গিয়ে বিপদে পড়লে কী করবেন? জানুন সম্পূর্ণ নিয়ম!

Last Updated:

21st July Rally: আর চিন্তা নেই, এবার একুশে জুলাই এর অনুষ্ঠানে গিয়ে সমস্যায় পড়লেই এক ফোনে মিলবে সমাধান, কী বলছেন পুরুলিয়া জেলা সভাপতি!

+
হেল্পলাইন

হেল্পলাইন নম্বর তৃণমূল কর্মীদের জন্য

পুরুলিয়া: রাজ্যের বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রীতিমত উৎসবের আকার নেয়। ‌সেই রকমই শাসকদলের একটি রাজনৈতিক কর্মসূচি একুশে জুলাই। বিভিন্ন জেলা থেকে কর্মীরা দলে দলে কলকাতায় হাজির হন একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে। ‌
কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় একুশে জুলাই-এর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে অনেকে হারিয়ে যান। আবার অনেকেই নানান সমস্যার মধ্যে পড়েন। সেখান থেকে তাঁরা কীভাবে বেরিয়ে আসবেন বুঝে উঠতে পারেন না। ‌
advertisement
advertisement
এবার যাতে সেই সমস্যা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ‌ একুশে জুলাইকে কেন্দ্র করে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।‌ সম্প্রতি রবীন্দ্রভবনে অনুষ্ঠিত একুশে জুলাই-এর প্রস্তুতি সভা থেকে সেই বার্তাই সকলের সামনে পৌঁছে দিলেন জেলা সভাপতি রাজিব লোচন সরেন। সেই বিশেষ হেল্প লাইন নম্বরটি হল – ৬২৯৪৫৮৭৫৩৯/৯৮০০৮১৮১৭১ এরই পাশাপাশি তিনি সকলের উদ্দেশ্যে বলেন। যাতে স্থানীয় নেতৃত্বদের নম্বর কর্মীদের কাছে থাকে। ‌
advertisement
এছাড়াও স্থানীয় নেতৃত্বদেরও সকলকে সুষ্ঠুভাবে একুশে জুলাইয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।  আর কিছুদিন পরই বাংলায় ২৬-এর নির্বাচন। ‌ তার আগেই রয়েছে শাসকদলের একুশে জুলাই। এইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে কাতারে কাতারে মানুষ ভিড় করেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে। শাসকদলের নেতা-কর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দিনটি। ‌
advertisement
সকলেই যাতে সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে তার জন্যই বিশেষ ব্যবস্থা করা হয়েছে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। ‌ সকলের সহযোগিতার জন্যই দেওয়া হয়েছে দুটি হেল্পলাইন নম্বর। এর থেকে উপকৃত হবেন সকলের এমনটাই আশা করা যাচ্ছে।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
21st July Rally: কলকাতায় ২১ জুলাই রাজনৈতিক সভায় গিয়ে বিপদে পড়লে কী করবেন? জানুন সম্পূর্ণ নিয়ম!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement