কলকাতায় ২১ বছরের যুবকের মৃত্যু ডেঙ্গিতে! আতঙ্কের পরিস্থিতি ১১৪ নম্বর ওয়ার্ড এলাকায়

Last Updated:

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন৷

শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু
শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু
#কলকাতা: ডেঙ্গির প্রকোপ বাড়ছে কলকাতা শহরে৷ কলকাতায় নতুন করে ডেঙ্গিতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে৷ কলকাতায় ১১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবকের ডেঙ্গিতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ওই যুবকের বয়স ২১ বছর৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন৷ কিন্তু ডেঙ্গির কারণে তাঁর মৃত্যু আতঙ্ক তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে৷ গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷ শেষ একমাসে অনেকেরই জ্বর এসেছে৷ মনে করা হচ্ছে, এলাকায় অনেকেই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন৷
এ দিকে শনিবার খবর এসেছে, একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪ জন৷ গত এক সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬৮০ জন৷ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্যে এমনই আশঙ্কার খবর জানানো হয়েছে৷ যা থেকে পরিষ্কার, যত সময় যাচ্ছে, আরও ভয়াল রূপ নিচ্ছে মশাবাহিত এই রোগ৷
advertisement
advertisement
আক্রান্তের সংখ্যা জানা গেলেও এ বছর ডেঙ্গিতে কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে অবশ্য সরকারি তথ্য গ্রহের কাজ এখনও চলছে৷ সরকারি ভাবে যাকে বলা হয় ডেথ অডিট৷ যদিও বেসরকারি মতে, ইতিমধ্যেই চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে৷ যার মধ্যে কয়েকটি শিশুও রয়েছে৷
advertisement
আক্রান্তের হিসাবে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা৷ উত্তর ২৪ পরগনাতে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬২৭৷ এর পর রয়েছে মুর্শিদাবাদ৷
এ ছাড়াও কলকাতাতেও অনেকে ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন৷ তবে শনিবারই সকালে বলা হয়েছিল, ডেঙ্গি সংক্রমণের সংখ্যা কিছু কমেছে কলকাতায়, তার পরেই এল এই মৃত্যুর খবর৷
advertisement
শঙ্কু সাঁতরা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় ২১ বছরের যুবকের মৃত্যু ডেঙ্গিতে! আতঙ্কের পরিস্থিতি ১১৪ নম্বর ওয়ার্ড এলাকায়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement