কলকাতায় ২১ বছরের যুবকের মৃত্যু ডেঙ্গিতে! আতঙ্কের পরিস্থিতি ১১৪ নম্বর ওয়ার্ড এলাকায়
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন৷
#কলকাতা: ডেঙ্গির প্রকোপ বাড়ছে কলকাতা শহরে৷ কলকাতায় নতুন করে ডেঙ্গিতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে৷ কলকাতায় ১১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবকের ডেঙ্গিতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ওই যুবকের বয়স ২১ বছর৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন৷ কিন্তু ডেঙ্গির কারণে তাঁর মৃত্যু আতঙ্ক তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে৷ গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷ শেষ একমাসে অনেকেরই জ্বর এসেছে৷ মনে করা হচ্ছে, এলাকায় অনেকেই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন৷
এ দিকে শনিবার খবর এসেছে, একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪ জন৷ গত এক সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬৮০ জন৷ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্যে এমনই আশঙ্কার খবর জানানো হয়েছে৷ যা থেকে পরিষ্কার, যত সময় যাচ্ছে, আরও ভয়াল রূপ নিচ্ছে মশাবাহিত এই রোগ৷
advertisement
advertisement
আক্রান্তের সংখ্যা জানা গেলেও এ বছর ডেঙ্গিতে কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে অবশ্য সরকারি তথ্য গ্রহের কাজ এখনও চলছে৷ সরকারি ভাবে যাকে বলা হয় ডেথ অডিট৷ যদিও বেসরকারি মতে, ইতিমধ্যেই চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে৷ যার মধ্যে কয়েকটি শিশুও রয়েছে৷
advertisement
আক্রান্তের হিসাবে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা৷ উত্তর ২৪ পরগনাতে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬২৭৷ এর পর রয়েছে মুর্শিদাবাদ৷
এ ছাড়াও কলকাতাতেও অনেকে ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন৷ তবে শনিবারই সকালে বলা হয়েছিল, ডেঙ্গি সংক্রমণের সংখ্যা কিছু কমেছে কলকাতায়, তার পরেই এল এই মৃত্যুর খবর৷
advertisement
শঙ্কু সাঁতরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2022 3:39 PM IST