যুব দিবসে বিরাট দুঃসংবাদ! ম্যারাথনে ছুটতে ছুটতেই বেরিয়ে গেল প্রাণ...! ছাত্রের মর্মান্তিক মৃত্যু
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Marathon Death: রবিবার পাতলা খাওয়া শুটিং ক্যাম্প থেকে পুন্ডিবাড়ীতে অবস্থিত উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত একটি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সেখানেই অংশগ্রহণ করেছিলেন এগ্রিকালচারের ছাত্র অনিস রাই, কিছুটা দৌড়ানোর পর হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায়।
শুভঙ্কর সাহা, কোচবিহার: যুব দিবসে বিরাট দুঃসংবাদ। রেসের ট্র্যাক শেষ হওয়ার আগেই জীবন শেষ এক ছাত্রের। ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসুস্থ হয়ে মৃত্যু উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রের। ঘটনায় শোকের ছায়া কোচবিহারে।
আরও পড়ুন- ভোর ৪টেয় তাজমহল দেখে শিউরে উঠলেন বিদেশিনী…! ভিডিও করে বললেন ‘এমন ভুল করবেন না!’ কেন জানেন?
advertisement

যুব দিবস উপলক্ষে রাজ্য জুড়ে খেলাধুলার নজির। দিকে দিকে যোগব্যায়ামের তাঁবু। কোচবিহারেও চলছে নানারকম খেলা ও দৌড়ের ইভেন্ট। রবিবার পাতলা খাওয়া শুটিং ক্যাম্প থেকে পুন্ডিবাড়ীতে অবস্থিত উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত একটি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
advertisement
সেখানেই অংশগ্রহণ করেছিলেন এগ্রিকালচারের ছাত্র অনিস রাই, কিছুটা দৌড়ানোর পর হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায়। এরপরে তাকে হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 12, 2025 12:48 PM IST