100 Days Work: ১০০ দিনের কাজ নিয়ে বিরাট তরজা রাজ্য-কেন্দ্রের, কবে কাটবে জট? তৃণমূলের প্রশ্নের জবাবে যা জানাল কেন্দ্র...
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
100 Days Work: আবাস আর ১০০ দিনের কাজে রাজ্যের বরাদ্দ তাই চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত রিলিজ করেনি কেন্দ্র— তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
কলকাতা: আবাস এবং ১০০ দিনের কাজ নিয়ে রাজ্য সরকারের তরফে নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট নন গ্রামোন্নয়ন মন্ত্রকের জাতীয় পর্যায়ের মনিটরিং টিমের সিনিয়র অফিসাররা।
আবাস আর ১০০ দিনের কাজে রাজ্যের বরাদ্দ তাই চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত রিলিজ করেনি কেন্দ্র— তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০২২ সালের ৯ মার্চ থেকে মনরেগার টাকা বন্ধ রাখার কথা জানিয়েছে কেন্দ্র এবং আবাস যোজনার টাকা ২২-২৩ অর্থবর্ষ থেকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি।
advertisement
গত শীতকালীন অধিবেশনে নির্মলা সীতারমন জানিয়েছিলেন রাজ্যের পাঠানো অ্যাকশন টেকেন রিপোর্ট যাচাই করে দেখছে গ্রামোন্নয়ন মন্ত্রক। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই অর্থমন্ত্রক টাকা মন্জুর করবে। মন্ত্রক সূত্রে খবর, ১০০ দিনের কাজ ফের শুরু করার হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতেও কেন্দ্রের তরফে এ বিষয়টি জানানো হবে আদালতকে। জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার, হাওড়া ব্রিজের ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 09, 2025 12:12 PM IST








