WBCS Examination 2023: কেমন হবে এবারের WBCS পরীক্ষার ধরন, খুঁটিনাটি জেনে নিন
- Published by:Sayani Rana
Last Updated:
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সার্ভিস ও বিভাগে, WBCS পরীক্ষার মাধ্যমে কয়েকশো অফিসার নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস(এক্সিকিউটিভ)-২০২৩ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। দুই পর্যায়ে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সার্ভিস ও বিভাগে, WBCS পরীক্ষার মাধ্যমে কয়েকশো অফিসার নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস(এক্সিকিউটিভ)-২০২৩ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। দুই পর্যায়ে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
পরীক্ষা পদ্ধতি:
প্রিলিমিনারি পরীক্ষা: প্রিলিমিনারি পরীক্ষায় একটি পেপারের উত্তর দিতে হবে। থাকবে জেনারেল স্টাডিস বিষয়ে ২০০ টি মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ প্রশ্ন। প্রশ্ন হবে এইসব বিষয়: ইংলিশ কম্পোজিশন, জেনারেল সাইন্স, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ঘটনাবলী (কারেন্ট ইভেন্টস), ভারতের ইতিহাস, ভারতের ভূগোল (এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূগোল গুরুত্ব পাবে), ভারতের অর্থনীতি ও রাজনীতি, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন ও সাধারণ মানসিক দক্ষতা। স্নাতক মানে প্রশ্ন আসবে, প্রত্যেক বিষয়ের নম্বর ২৫ মোট নম্বর ২০০ নম্বরের পরীক্ষা হবে সময় আড়াই ঘণ্টা।
advertisement
advertisement
মেন পরীক্ষা: এই পরীক্ষায় থাকবে ছয়টি কম্পালসারি পেপার ও একটি অপশনাল সাবজেক্ট (শুধুমাত্র গ্রুপ 'এ' এবং গ্রুপ 'বি' প্রার্থীদের ক্ষেত্রে) অপশনাল সাবজেক্টে থাকবে দুটি পেপার। প্রতিটি কম্পালসারি এবং অপশনাল সাবজেক্টের পেপারের পূর্ণমান ২০০ সময় ৩ ঘন্টা করে।
advertisement
কম্পালসারি পেপার: ৬টি কম্পালসারি পেপারের মধ্যে পেপার-ওয়ান ও পেপার-টু-এর ক্ষেত্রে কনভেনশনাল টাইপ লিখিত পরীক্ষা হবে। এছাড়া অন্য চারটি কম্পালসারি পেপারের এর ক্ষেত্রে ও এম আর সিটের অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর করতে হবে।
ক) পেপার ওয়ানে নেওয়া হবে বাংলা হিন্দি উর্দু নেপালি ও সাঁওতালির মধ্যে যেকোনো একটি ভাষার পরীক্ষা। থাকবে, লেটার রাইটিং বা ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্পোজিশন, ইংরেজি থেকে বাংলা বা হিন্দি থেকে উর্দু বা নেপালি বা সাঁওতালি ভাষায় ট্রান্সলেশন।
advertisement
খ) পেপার-টু-তে আছে ইংরেজিতে লেটার রাইটিং/ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্পোজিশন, বাংলা বা হিন্দি বা উর্দু বা নেপালি বা সাঁওতালি থেকে ইংরেজিতে ট্রান্সলেশন।
গ) পেপার-থ্রি-তে আছে জেনারেল স্টাডিজ-ওয়ান: ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফ্যাসিস অন ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া (এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূগোল গুরুত্ব পাবে)।
ঘ) পেপার-ফোর-এ আছে জেনারেল স্টাডিজ-টু: সাইন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ।
advertisement
ঙ) পেপার ফাইভ-এ আছে দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশনস অব রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
চ) পেপার সিক্স-এ আছে অ্যারিথমেটিক অ্যান্ড রিজিনিংয়ের প্রশ্ন।
মনে রাখতে হবে 'এ' ও 'বি' গ্রুপের প্রার্থীরা ৬ টি কম্পালসারি পেপার এবং একটি অপশনাল সাবজেক্ট এর দুটি পেপারে পরীক্ষা দেবে 'সি' ও 'ডি' গ্রুপে প্রার্থীরা শুধুমাত্র ৬ টি কম্পালসারি পেপারে পরীক্ষা দেবেন।
advertisement
ভাষার পেপার ছাড়া বাকি সমস্ত কম্পালসারি ও অপশনাল বিষয়ের উত্তর বাংলা বা ইংরেজিতে লেখা যাবে। সংস্কৃত বিষয়ের উত্তর দেবনাগরী বা বাংলা হরফে লেখা যাবে। সাঁওতালি বিষয়ের উত্তর লিখতে হবে অলচিকি লিপিতে। তবে একই পেপারে একাধিক ভাষায় উত্তর লেখা যাবে না। মাল্টিপল চয়েস প্রশ্নের ক্ষেত্রে ভুল উত্তরের জন্য নেগেটিভ মানকিং থাকবে।
advertisement
পার্সোনালিটি টেস্ট: মেন লিখিত পরীক্ষায় মেধাতালিকা অনুযায়ী চারটি গ্রুপেরই নির্বাচিত কিছু প্রার্থীকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টে। গ্রুপ 'এ' ও 'বি' -এর ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট থাকবে ২০০ নম্বর, পার্সোনালিটি 'সি'-এর ক্ষেত্রে ১৫০ নম্বর এবং গ্রুপ 'ডি' এর ক্ষেত্রে ১০০ নম্বর।
কোন গ্রুপে কত নম্বরের পরীক্ষা: গ্রুপ অনুসারে মেন লিখিত পরীক্ষার নম্বর বিন্যাসের এরকম: গ্রুপ 'এ' ও 'বি' -এর ক্ষেত্রে ছয়টি কম্পালসারি পেপারে ১২০০(২০০×৬) , একটি অপশনাল সাবজেক্ট এর দুটি পেপারে ৪০০(২০০×২), পার্সোনালিটি টেস্টে ২০০ অর্থাৎ সবমিলিয়ে মোট ১৮০০ (১৬০০+২০০)।
গ্রুপ 'সি'-এর জন্য ৬ টি কম্পালসারি পেপারে ১২০০ (২০০×৬) এবং পার্সোনালিটি টেস্টে ১৫০ অর্থাৎ সবমিলিয়ে মোট ১৩৫০(১২০০+১৫০)।
গ্রুপ 'ডি'-এর জন্য ৬টি কম্পালসারি পেপারে ১২০০(২০০×৬), পার্সোনালিটি টেস্টে ১০০ অর্থাৎ সবমিলিয়ে মোট ১৩০০(১২০০+১০০)।
খুঁটিনাটি তথ্য জানতে দেখুন এই ওয়েবসাইট: https://wbpsc.gov.in
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 4:14 PM IST